ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ফাইনালে ভারত, অপেক্ষা বাড়ল বাংলাদেশের
Published : Sunday, 19 December, 2021 at 7:24 PM
ফাইনালে ভারত, অপেক্ষা বাড়ল বাংলাদেশেরসবার আগে সাফ নারী অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে ভারত। টুর্নামেন্টের চলতি আসরে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে নেপালকে ১-০ গোলে হারিয়েছে তার। ভারতের জয়ে ফাইনাল নিশ্চিতের অপেক্ষা বাড়ল বাংলাদেশ।
নেপালের কাছে ভারত হারলে বাংলাদেশ পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে এক ম্যাচ হাতে রেখেই ফাইনালে চলে যেত। পাঁচ দলের এই টুর্নামেন্টে চার ম্যাচে ভারতের সংগ্রহ ৯ পয়েন্ট। নেপাল ও বাংলাদেশের পয়েন্ট সমান ৭। ভারতের এই জয়ে বাংলাদেশকে এখন শ্রীলংকার বিপক্ষে জয় বা ড্র করতে হবে।

আজ (রোববার) বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের ২২ মিনিটে নেপালের গোলরক্ষক অঞ্জন রানা মাগারকে পরাস্ত করেন প্রিয়াঙ্কা দেবী। শেষ পর্যন্ত এই গোলটাই ভারতকে ফাইনালে তুলে দেয়।

আজ সন্ধ্যা সাতটায় শ্রীলংকার বিরুদ্ধে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। এই ম্যাচে স্বাগতিকদের পেতে হবে ন্যূনতম এক পয়েন্ট। তবেই ফাইনালে দেখা হবে ভারতের সঙ্গে। লিগ পর্বে এই ভারতকে ১-০ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ।

বর্তমানে নেপাল ৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে। শ্রীলংকার কাছে বাংলাদেশ হারলে ফাইনালে উঠে যাবে হিমালয়ের দেশটি। ফলে বাংলাদেশ ও নেপাল দুই দলের কাছেই এই ম্যাচটি গুরুত্বপূর্ণ।