ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
এবার ওটিটিতে রেহানা
Published : Sunday, 19 December, 2021 at 8:05 PM
এবার ওটিটিতে রেহানাকান হয়ে দেশের পর্দায় ভালোই চলেছিলো ‌‘রেহানা মরিয়ম নূর’। এরমধ্যে ছবিটির নির্মাতা-অভিনেত্রী বেশ ক’টি আন্তর্জাতিক উৎসব থেকে ঘরে তুলেছেন সেরার স্বীকৃতিও। জমা পড়েছে অস্কার কমিটিসহ নানা উৎসবে।

নতুন খবর হলো, বছরের আলোচিত ছবিটি এবার উঠছে ওটিটি প্ল্যাটফর্মে।

রবিবার (১৯ ডিসেম্বর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানায় সংশ্লিষ্টরা। বলা হয়, ৩০ ডিসেম্বর রাত ৮টায় দেশীয় একটি ওটিটি প্ল্যাটফর্মে সিনেমাটি মুক্তি পাচ্ছে।

ছবিটির চিত্রনাট্য ও সম্পাদনা করেছেন নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদ। 

একটি বেসরকারি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করে এর গল্প। কর্মস্থলে ও পরিবারে তাল মেলাতে গিয়ে হিমশিম খেতে হয় তাকে। কারণ, শিক্ষক, চিকিৎসক, বোন, কন্যা ও মা হিসেবে জটিল জীবনযাপন করেন তিনি।

১ ঘণ্টা ৪৭ মিনিট ব্যাপ্তির ছবিটিতে আজমেরী হক বাঁধন ছাড়াও অভিনয় করেছেন সাবেরী আলম, আফিয়া জাহিন জায়মা, আফিয়া তাবাসসুম বর্ণ, কাজী সামি হাসান, ইয়াছির আল হক, জোপারি লুই, ফারজানা বীথি, জাহেদ চৌধুরী মিঠু, খুশিয়ারা খুশবু অনি, অভ্রদিত চৌধুরী।

পোটোকল ও মেট্রো ভিডিও’র ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন সিঙ্গাপুরের প্রযোজক জেরেমি চুয়া।