ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লা বধির কল্যাণ সংস্থার কার্যনির্বাহী কমিটি গঠন
Published : Monday, 20 December, 2021 at 12:00 AM, Update: 20.12.2021 12:28:58 AM
কুমিল্লা বধির কল্যাণ সংস্থার কার্যনির্বাহী কমিটি গঠনকুমিল্লা বধির কল্যান সংস্থার কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত ১৭ ডিসেম্বর (শুক্রবার) আজাদুল ইসলাম জুয়েলকে সভাপতি ও মো: হোসেন মিয়াকে সাধারন সম্পাদক নির্বাচিত করে ১১সদস্য বিশিষ্ট কমিটি গঠন (২০২১-২৪) করা হয়েছে।
কমিটিতে অন্যান্য সদস্যরা হলো সহ-সভাপতি মো: এনামুল হক কাকন, যুগ্ম সাধারন সম্পাদক নুরুল আলম ভুইয়া, সমাজকল্যাণ সম্পাদক মাত্তা মুজাহিদ কাদেরী, ক্রীড়া সম্পাদক কাজী নাঈম, কোষাধ্যক্ষ মো: ছালেহ আহম্মদ (মামুন), পাঠাগার সম্পাদক মো: এনামুল হক, নির্বাহী সদস্য মো: তাজুল ইসলাম, কাজী মো: সেলিম, মোসা: রিফাত আক্তার। গত ১৭ ডিসেম্বর কুমিল্লা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেড এম মিজানুর রহমান খান কুমিল্লা বধির কল্যাণ সংস্থা পরিদর্শন শেষে সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। এ সময় নতুন কমিটির সদস্যরা প্রতিক্রিয়া ব্যক্ত করে উপস্থিত সকলকে আশ্বস্ত করে বলেন, কুমিল্লা বধির কল্যাণ সংস্থাটি নিজেদের ব্যক্তিগত সহযোগীতায় পরিচালনা করে আসছি। সরকারি ও বেসরকারিভাবে সহযোগীতা পেলে সংস্থাটি আরো সুন্দরভাবে পরিচালনা করা যাবে। সংস্থাটির পক্ষ থেকে ৭২ সদস্যকে প্রশিক্ষনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে যাতে কেউ সমাজের বুঝা না হয় তারা যেন দেশের উন্নয়নে নিজেকে সম্পৃক্ত করতে পারে। তাই এই সংস্থাটি পরিচালনার জন্য সকলের সহযোগীতা প্রয়োজন। উল্লেখ্য আগামী ২ বছর পর সদস্যদের পরিবর্তন বা অনুমোদন করা হইবে। তাছাড়াও গঠনতন্ত্রের কোন রকম পরিবর্তন, সংশোধন বা পরিমার্জন করার প্রয়োজন হলে সাধারণ সভায় দুই তৃতাংশ সদস্যের সম্মতিক্রমে এবং নিবন্ধিকরণ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে পরিবর্তন করা যাইবে।