ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চান্দিনায় প্রতীক বরাদ্দ আজ স্বতন্ত্র প্রার্থীদের পছন্দের শীর্ষে আনারস, মেম্বারদের ফুটবল মোরগ
Published : Monday, 20 December, 2021 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর।
পঞ্চম ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া কুমিল্লার চান্দিনা উপজেলার ১২ ইউনিয়ন পরিষদে নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ আজ। প্রার্থীদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে আনারস, ফুটবল ও মোরগ। প্রতীক বরাদ্দ দেওয়া হতে পারে লটারী পদ্ধতিতে।
নির্বাচনের তফসিল ঘোষণা, মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই ও প্রত্যাহারের পর সোমবার (২০ ডিসেম্বর) প্রার্থীদের মাঝে বরাদ্দ দেওয়া হবে নির্বাচনী প্রতীক। তবে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী ব্যতিত ৭৮জন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে ৭৬জনই চেয়েছেন আনারস প্রতীক।
এছাড়া ১২টি ইউনিয়নের ১০৮টি ওয়ার্ড মেম্বার ৫২৮জন প্রার্থীর মধ্যে ৫শতাধিক প্রার্থীই ফুটবল ও মোরগ প্রতীক বরাদ্দ চেয়েছেন। অপরদিকে ১২টি ইউনিয়নের ৩৬টি সংরক্ষিত ওয়ার্ডে ১২০জন নারী প্রার্থীর মধ্যে মাইক প্রতীকই পছন্দের তালিকায় শীর্ষে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীরা দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিলেও স্বতন্ত্র প্রার্থীরা একই প্রতীক বরাদ্দ চেয়েছেন প্রায় সকলে। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীদের জন্য প্রথম ধাপে অটোরিক্সা, ঘোড়া, ঢোল, চশমা, মটর সাইকেল, আনার, টেবিল ফ্যান, টেলিফোন, দুই পাতা, রজণীগন্ধা এই ১০টি প্রতীক বরাদ্দ। কিন্তু ওই ১০ প্রতীকের মধ্যে পছন্দের শীর্ষে আনারস প্রতীক। ২/১ জন প্রার্থী চেয়েছেন ঘোড়া। তবে বেশি অপছন্দের তালিকায় দুই পাতা, রজনীগন্ধা, ঢোল।
সাধারণ ওয়ার্ড মেম্বার পদের প্রার্থীদের জন্য আপেল, ক্রিকেট ব্যাট, ঘুড়ি, টিউবওয়েল, পানির পাম্প, ফুটবল, টর্চ লাইট, ভ্যান গাড়ি, বৈদ্যুতিক পাখা, মোরগ, লাটিম ও তালা। ওই ১২টি প্রতীকের মধ্যে প্রার্থীদের পছন্দের শীর্ষে রয়েছে ফুটবল ও মোরগ। তবে ওই ১২টি প্রতীকের মধ্যে অপছন্দ পানির পাম্প, ঘুড়ি, ক্রিকেট ব্যাট, টর্চ লাইট।
সংরক্ষিত নারী ওয়ার্ডের মেম্বার পদে কলম, ক্যামেরা, তালগাছ, জিরাফ, বই, বক, সাঁকো, মাইক, হেলিকপ্টার, সূর্যমুখী ফুল। ওই ১০টি প্রতীকের মধ্যে পছন্দের তালিকায় মাইক ও সূর্যমুখী ফুল। অপছন্দের তালিকায় সাঁকোট, বক, তালগাছ, কলম।
উপজেলা নির্বাচন অফিসার মো. আহসান হাবীব জানান, একই প্রতীকে অধিকাংশ প্রার্থীদের পছন্দ থাকায় লটারী পদ্ধতিতে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।