Published : Monday, 20 December, 2021 at 12:00 AM, Update: 20.12.2021 12:29:16 AM

ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ে গত ১৫ই ডিসেম্বর, ২০২১ তারিখে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের রোবটিক্স ক্লাব কর্তৃক "ইনডোর গেমস - ২০২১" প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রোবটিক্স ক্লাবের সম্মানিত পরামর্শক এবং সিএসই বিভাগের প্রভাষক মাসুম বকাউল। উল্লেখ্য অত্র বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের "শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২১" এর অংশ হিসেবে উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
প্রতিযোগিদের উৎসাহিত করতে প্রতিযোগিতা পরিদর্শন করেন ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ডঃ সুরজিত সর্ববিদ্যা। প্রতিযোগিতা পরিদর্শনে আরো অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ট্রেজারার ডঃ মিলন হোসেন, রেজিস্ট্রার ডঃ আনোয়ার জাহিদ, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমের সম্মানিত পরিচালক বীর মুক্তিযোদ্ধা শফিকুল হক এবং সিএসই বিভাগের সম্মানিত সভাপতি মোজাম্মেল হক।
প্রতিযোগিরা তিনটি ইভেন্ট ক্যারাম, কুইজ এবং মিউজিক্যাল চেয়ার এ অংশগ্রহণ করে। ক্যারাম প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় নাজমুল হাসান এবং রানারআপ হয় নুর মোহাম্মদ সুমন। মিউজিক্যাল চেয়ার এ চ্যাম্পিয়ন হয় বিনতে নুর রাইশা এবং রানারআপ হয় নুরজাহান আক্তার অনি। কুইজ প্রতিযোগিতার বিজয়ী ঘোষণা করা হবে আগামী ২০ ডিসেম্বর ২০২১।
পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে সিএসই বিভাগের সভাপতি মোজাম্মেল হক অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন। সিএসই বিভাগের শিক্ষার্থীদেরকে পড়ালেখার পাশাপাশি পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানান। এই ধরনের প্রতিযোগিতা যে ভবিষ্যতে আরো আয়োজিত হবে সে বিষয়ে উপস্থিত সবাইকে অবহিত করেন।