চট্টগ্রাম নগরের সদরঘাট থানা এলাকায় ‘খাল খননে’ একটি তিনতলা ও একটি দোতলা ভবন হেলে পড়েছে। তবে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভবন দু’টির বাসিন্দারা নিজেদের উদ্যোগে সরে গেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেন ফায়ার সার্ভিস ও পুলিশের কর্মকর্তারা।
সোমবার (২০ ডিসেম্বর) রাত ১১টার দিকে থানার মাঝিরঘাটের পার্বতী পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, ভবন দু’টির পাশে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চলমান জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় গুলজার খাল খননের কাজ চলছে। এলাকাবাসীর অভিযোগ, খনন করার সময় খালে কোনোরকম নিরাপত্তা বেষ্টনি দেওয়া হয়নি। এতে করে ভবন দু’টি দেবে যায়। তাদের এ ধরনের আশঙ্কার কথা বারবার সিডিএকে জানানো হয়েছিল। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি। যার ফলে দুর্ঘটনা ঘটেছে। যদিও এতে কেউ হতাহত হয়নি। ভবন দু’টি বাসিন্দারা নিজেদের উদ্যোগে সরে গেছেন।