ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বিসিবির পদ ছাড়ার কথা নিজেই জানালেন আকরাম
Published : Tuesday, 21 December, 2021 at 12:36 PM
বিসিবির পদ ছাড়ার কথা নিজেই জানালেন আকরামবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গুরুত্বপূর্ণ পদ ক্রিকেট অপারেশন্সের দায়িত্বে দীর্ঘদিন যাবৎ আছেন সাবেক অধিনায়ক আকরাম খান। হঠাৎ করেই এই দায়িত্ব থেকে পদত্যাগ করছেন তিনি। সাবেক এ ক্রিকেটার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন।
জানা গেছে, পারিবারিক কারণেই ক্রিকেট বোর্ডের পদ ছাড়ছেন আকরাম খান। মঙ্গলবার সকালে সংবাদমাধ্যমে নিজের পদত্যাগের কথা জানান তিনি। এছাড়া শিগগিরই বিসিবিকে আনুষ্ঠানিকভাবে নিজের সিদ্ধান্ত জানাবেন বলেও জানিয়েছেন সাবেক এ অধিনায়ক।

এর আগে সোমবার বিকেলে এ বিষয়ে আকরাম খানের স্ত্রী সাবিনা আকরাম ফেসবুক পোস্টে লেখেন, ‘ক্রিকেট অপারেশন্স ছেড়ে দিচ্ছে আকরাম খান।’ তখন থেকেই জল্পনা-কল্পনা শুরু হয়। 

পরে এ বিষয়ে সাবিনা আকরাম গণমাধ্যমকে বলেন, ক্রিকেট নিয়ে জীবনের বড় একটা সময় পড়ে থাকল আকরাম। আমরা চাই এখন সে ক্রিকেটের পাশাপাশি স্ত্রী-কন্যা তথা পরিবারকে আরো সময় দিক।

তিনি আরো বলেন, ক্রিকেট অপারেশন্সের মতো গুরুত্বপূর্ণ জায়গায় থাকলে তো সেটা সম্ভব নয়। তাই আমরা পারিবারিকভাবে বসে সিদ্ধান্ত নিয়েছি যে আকরাম আর ক্রিকেট অপারেশন্সে থাকবে না। সে নিজ মুখেই আপনাদেরকে (মিডিয়া) আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানাবে।

১৯৯৭ সালে আইসিসি ট্রফি জয়ী অধিনায়ক আকরাম খান ২০১৪ সালে ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত হন। সেবারই প্রথম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি।

তখন থেকেই ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান। আগামী সপ্তাহে বিসিবির প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সভায় ক্রিকেট অপারেশন্সের নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করা হতে পারে।