কুমিল্লায় ইসলামী ফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Published : Wednesday, 22 December, 2021 at 12:00 AM
বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা জেলা শাখার উদ্যোগে র্যালী ও পথসভার আয়োজন করা হয়। র্যালীটি নগরীর চকবাজার থেকে শুরু হয়ে কান্দিরপাড় টাউন হলে এসে পথ সভার মাধ্যমে শেষ হয়।
এসময় বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাত কুমিল্লা মহানগর শাখার সভাপতি মাওলানা মোঃ আবদুল মান্নান, সুন্নি ইমাম পরিষদের সভাপতি মাওলানা মুফতি মোঃ বেলাল হোছাইন চিশতী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ মাছুম বিল্লাহ মিয়াজী, সহসাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মোঃ আমিনুল ইসলাম আকবরী, অর্থ সম্পাদক মোঃ তাবারুক হোছাইন, প্রচার সম্পাদক মাজহারুল আনোয়ার, প্রকাশনা সম্পাদক কলামিস্ট গাজী মুহাম্মাদ জাহাঙ্গীর আলম জাবির, নগর সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ আবুল খায়ের গোলজারী, ডাঃ আবু হানিফ, বাংলাদেশ ইসলামী যুবসেনার জেলা সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম তাহেরী, যুবনেতা মাসুদ আলম পাটোয়ারী, মোঃ আবদুল হান্নান, নগর যুবনেতা মাওলানা মোঃ নুরুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার মোঃ আনোয়ার হোসেন, মাওলানা কাজী আল ইমরান, ছাত্রনেতা শোঃ আলা উদ্দিনসহ বিভিন্ন শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি