মতলবে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
Published : Wednesday, 22 December, 2021 at 12:00 AM
মতলব দক্ষিণ উপজেলার ডিঙ্গাভাঙ্গা এলাকা থেকে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার দুই মাদক ব্যবসায়ী হলেন, পৌরসভার দক্ষিণ দিঘলদী গ্রামের মো. আবুল বাশার মিজির ছেলে মো. আবু সাঈদ ওরফে সাগর (২৭) ও উপজেলার ডিঙ্গাভাঙ্গা গ্রামের আ. মান্নান খানের ছেলে মো. খোরশেদ আলম খান (৩৫)।
থানা পুলিশ জানায়, চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার ২টা ১০ মিনিটে উপজেলার দক্ষিণ ডিঙ্গাভাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করেন পুলিশ। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার ঈদগাঁ বাজারের মানিক-এর দোকানের সামনে কাচা রাস্তার উপর চিহ্নিত মাদক ব্যবসায়ী সাগর ও খোরশেদকে দেখে পুলিশ তাদের দিকে এগিয়ে গেলে তারা পালানোর চেষ্টা করে। পরে ওই জায়গা থেকে তাদের বিক্রির জন্য আনা ১৪ কেজির দুই বস্তা গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে পুলিশ ধাওয়া করে তাদের গ্রেফতার করে।
ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে ও গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।