বুড়িচংয়ে শিক্ষার্থীদের মাঝে টিকা উদ্বোধন করলেন এমপি এড.আবুল হাসেম খাঁন
Published : Wednesday, 22 December, 2021 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন।।
কুমিল্লার বুড়িচংয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মহামারি করোনা ভাইরাসের টিকা প্রদান কার্যক্রম গতকাল ২১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন কুমিল্লা আসনের এমপি এড.আবুল হাসেম খাঁন। তিনি বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজ, বুড়িচং কালী নারায়ণ বালিকা উচ্চ বিদ্যালয়সহ সদরের ৪টি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে উক্ত ভ্যাকসিনের টিকা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) শারমিন আরা, বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মীর হোসাইন মিঠু, সোনার বাংলা কলেজের অধ্যক্ষ আবু ছালেক মো. সেলিম রেজা সৌরভ, বুড়িচং থানার ওসি আলমগীর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল মান্নান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান খাঁন, আওয়ামীলীগ নেতা আবদুর রশীদ, উপজেলা যুবলীগ প্রস্তাবিত কমিটির সভাপতি হাজী মো. বিল্লাল হোসেন, এরশাদুল হক মেম্বার সহ অন্যান্য বিভাগীয় প্রধান ও নেতৃবৃন্দ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।