ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নে নৌকার পক্ষে ভোট চাইলেন কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক রুমী
Published : Wednesday, 22 December, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নে গতকাল মঙ্গলবার দিনব্যাপী বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জহিরুল হকের পক্ষে ভোট চাইলেন বাংলাদেশ যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ- সভাপতি এহতেশামুল হাসান ভূইয়া রুমি।
এহতেশামুল হাসান রুমি বলেন বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের প্রতিটি গ্রাম। আজ ডিজিটাল বাংলাদেশের ছোয়া লেগেছে দেশের প্রতিটি প্রান্তরে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, আধুনিক সুখী ও সমৃদ্ধ সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থীকে নির্বাচিত করার কোন বিকল্প নেই।
এ সময় ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগ সহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।