ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সদর দক্ষিণে ইয়াবাসহ গ্রেফতার ১
Published : Wednesday, 22 December, 2021 at 12:00 AM, Update: 22.12.2021 12:28:51 AM
সদর দক্ষিণে ইয়াবাসহ গ্রেফতার ১মো. মিজানুর রহমান ||
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ গত সোমবার রাতে বারপাড়া ইউনিয়নের বড় ধর্মপুর এলাকা থেকে ২০০ পিস ইয়াবাসহ আবুল হাসেম (৫০) কে গ্রেফতার করেছে। আজ মঙ্গলবার দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী দৈনিক কুমিল্লার কাগজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত সোমবার রাত সাড়ে ১১টায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার এসআই নিজাম উদ্দিন সঙ্গীয়ফোর্সসহ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের বড় ধর্মপুর এলাকা থেকে ২০০ পিস ইয়াবাসহ বড় ধর্মপুর গ্রামের মৃত আলী আশ্রাফের পুত্র আবুল হাসেমকে গ্রেফতার করেছেন। এ ব্যাপারে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলা নং-৩২, তারিখ: ২১/১২/২০২১ খ্রি.। আজ মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।