ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কালির বাজার ইউপি : সুষ্ঠু নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন
Published : Wednesday, 22 December, 2021 at 12:00 AM, Update: 22.12.2021 12:29:05 AM
কালির বাজার ইউপি : সুষ্ঠু নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলননির্বাচনে সহিংসতার আশংকায় প্রশাসনের কাছে শতভাগ সহায়তা প্রত্যাশা করে সংবাদ সম্মেলন করেছেন কুমিল্লার আদর্শ সদর উপজেলার কালির বাজার ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নৌকার মাঝি মো.নুরুল ইসলাম সিআইপি। মঙ্গলবার সকালে কালিরবাজার ইউনিয়নের ধনিয়াখোলা বাজারে তার নির্বাচনী অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এ আশংকা করেন।
সংবাদ সম্মেলনে নৌকার প্রার্থী নুরুল ইসলাম বলেন, মাননীয়  প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা দিয়েছেন। কিন্তু নেত্রীর সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একজন আওয়ামী লীগ নেতা বিদ্রোহী প্রার্থী হয়ে আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন। উপজেলা আওয়ামী লীগের ওই নেতার নির্বাচন নিয়ে আমাদের কোন অভিযোগ নাই, কিন্তু তার নির্দেশে নৌকার সমর্থক ও কর্মীদের উপর নানান হামলা ও হুমকি দেয়া হচ্ছে। আমি প্রশাসনের কাছে এসব সহিংস কর্মকান্ডের প্রতিকার চাই।
তিনি প্রশাসনের কাছে ২৬ তারিখ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করার অনুরোধ  জানিয়ে বলেন, সুষ্ঠু নির্বাচন হলে নৌকার বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।
সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন,  সিআইপি হাজি খোরশেদ আলম, হাজি আম্বর আলীসহ এলাকার নারী পুরুষসহ অসংখ্য নেতাকর্মী।
নৌকার প্রার্থী মো. নুরুল ইসলাম সিআইপির অভিযোগ সম্পর্কে জানতে  বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান সেকান্দর আলীর সেল ফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।