বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে ফুল দিয়ে বরণ
Published : Wednesday, 22 December, 2021 at 12:00 AM, Update: 22.12.2021 12:29:08 AM

নিজস্ব প্রতিবেদক।। সদ্য গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে ফুল দিয়ে বরণ করে নেন মুক্তিযুদ্ধা সংসদ জেলা কমান্ডার শফিউল আহমেদ বাবুল। এ সময় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের দুই ছেলেসহ মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। এ সময় স্মৃতিচারণ করে জেলা কমান্ডার শফিউল আহমেদ বাবুল বলেন, ১৯৭১ সালের ৩ এপ্রিল কটক বাজার এলাকায় পুলিশ, সেনাবাহিনী ও ইপিআর এর প্রায় ১২০০ সৈন্যের সমন্বয়ে এপ্রিলের ১২ তারিখে কটকবাজার এলাকায় যুদ্ধ সংঘটিত হয়। এতে বাঙালি সৈন্য ৯ জন মারা যায় ও পাকিস্তানের ১৫০ সৈন্য মৃত্যুবরণ করে। এ যুদ্ধে রফিকুল ইসলাম আমার সাথে অংশগ্রহণ করে। আরো আগেই তার মুক্তিযুদ্ধা গেজেটে নাম আসার কথা ছিল। একজন প্রকৃত মুক্তিযুদ্ধা গেজেটভুক্ত হওয়া সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।এ সময় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, সংশ্লিষ্ট সকল কর্মকর্তাগন,জেলা কমান্ডার শফিউল আহমেদ বাবুল ও বরুড়া উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।