Published : Saturday, 25 December, 2021 at 12:00 AM, Update: 25.12.2021 1:33:48 AM
নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক
রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব বলেছেন, কুমিল্লার আওয়ামী রাজনীতিতে
অধ্যক্ষ আফজল খানের অবদান সব চে’ বেশি। আওয়ামী লীগের রাজনীতিতে তার
পরিবারের অবদান পাকিস্তান আমল থেকেই। আমরা দীর্ঘদিন আফজল খানের নেতৃত্বে
রাজনীতি করেছি। তিনি মাঠে আসলেই মিছিল বড় হতো। তিনি দাঁড়ালেই মানুষ পাশে
এসে ভিড় করতো। এক কথা বললে- সফল রাজনীতির জাদুকর আফজল খান।
গতকাল
কুমিল্লা টাউন হল মাঠে বর্ষিয়ান রাজনীতিবিদ অধ্যক্ষ আফজল খান স্মরণে আয়োজিত
নাগরিক শোক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মুজিবুল হক মুজিব এসব কথা বলেন।
তিনি
বলেন, জীবৎকালে ভালো কাজ করে যেতে হবে। তাহলেই মৃত্যুর পর মানুষ স্মরণে
রাখবে। যেমন আমরা স্মরণ করছি অধ্যক্ষ আফজল খান এডভোকেটকে। শুধু কুমিল্লায়
নয়- জেলায় জেলায় পরিচিত ছিলেন আফজল খান। মন্ত্রী থাকাকালে দেশের বিভিন্ন
স্থানে যেতে হয়েছে। যেখানেই গিয়েছি, কুমিল্লার নাম শুনলে মানুষ আফজল খান
সম্পর্কে জানতে চাইতো। তিনি কুমিল্লার আফজল হিসেবে সমধিক পরিচিত।
কুমিল্লাবাসীর হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন আফজল খান।