ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কর্মের মাঝেই বেঁচে থাকবে আফজল খান: অর্থমন্ত্রী
Published : Saturday, 25 December, 2021 at 12:00 AM, Update: 25.12.2021 1:34:02 AM
কর্মের মাঝেই বেঁচে থাকবে আফজল খান: অর্থমন্ত্রীনিজস্ব প্রতিবেদক: অর্থমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল) এমপি বলেছেন, অধ্যক্ষ আফজল খান ভালো মানুষ ছিলেন। তিনি মানুষকে সাহায্য-সহযোগিতা করতেন। সারাজীবন দেশ ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তিনি তার কর্মের মাঝেই চিরদিন বেঁচে থাকবেন।
গতকাল কুমিল্লা টাউন হল মাঠে বর্ষিয়ান রাজনীতিবিদ অধ্যক্ষ আফজল খান স্মরণে আয়োজিত নাগরিক শোক সমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে স্মৃতিচারণ করে বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
মুস্তফা কামাল বলেন, অধ্যক্ষ আফজল খান ছিলেন আওয়ামী লীগের নিবেদিতপ্রাণ কর্মী, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর। বঙ্গবন্ধুর পুরো পরিবারের সাথে আফজল খানের সু-সম্পর্ক ছিলো। বঙ্গবন্ধু তাতে অত্যন্ত স্নেহ করতেন। তিনি ছিলেন মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও একজন শিক্ষানুরাগী। আমরা তাকে চিনতমার কুমিল্লার বাঘ হিসেবে।
অর্থমন্ত্রী বলেন, আফজল খান মানুষকে প্রচুর সহযোগিতা করেছেন। রাজনীতির মাঠে আমিও তার কাছ থেকে অনেক সু-পরামর্শ ও সযোগিতা পেয়েছি। সে ঋণ কোনোদিন শোধ করা যাবে না। তাঁর কাছে আমি ঋণি। আফজল খান চিরজীবন আমাদের মাঝে বেঁচে থাকবেন।