এবার নিষিদ্ধ মুক্তিযোদ্ধা সংসদ
Published : Wednesday, 29 December, 2021 at 12:00 AM
এবারের
ফেডারেশন কাপে খেলতে অস্বীকৃতি জানানোর শাস্তি পেয়েছে বসুন্ধরা কিংস ও
উত্তর বারিধারা। একই শাস্তির মুখোমুখি হলো মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রও।
আগামী ফেডারেশন কাপে নিষিদ্ধ করা হয়েছে রাজা ইসার দলকে। পাশাপাশি বাংলাদেশ
ফুটবল ফেডারেশনের (বাফুফে) ডিসিপ্লিনারি কমিটি তাদের ৫ লাখ টাকা আর্থিক
জরিমানা করেছে।
এমন যে কিছু হবে তা বোঝাই যাচ্ছিল। ডিসিপ্লিনারি কমিটি
মঙ্গলবার ১৯.৩ ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নিয়েছে। জরিমানার অর্থ আগামী ২৮
জানুয়ারির মধ্যে পরিশোধের সময়সীমা বেঁধে দিয়েছে বাফুফে।
ঘটনার সূত্রপাত
গত শনিবার। প্রতিযোগিতার উদ্বোধনী দিনে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী
মোস্তফা কামাল স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের মুখোমুখি
হওয়ার কথা ছিল স্বাধীনতা ক্রীড়া সংঘের। আর উত্তর বারিধারার খেলা ছিল
আবাহনীর বিপক্ষে। প্রতিপক্ষ যথাসময়ে মাঠে এলেও বসুন্ধরা কিংস ও উত্তর
বারিধারা আগেই বাফুফের বিপক্ষে তোপ দেগে মাঠে আসেনি।
এর পর তাদের পদাঙ্ক
অনুসরণ করে মুক্তিযোদ্ধাও। গত ২৬ ডিসেম্বর শেখ জামালের বিপক্ষে মাঠে
খেলতেই আসেনি তারা। বসুন্ধরার মতো মাঠসহ নানান কারণ দেখিয়ে খেলা থেকে বিরত
থাকে। এখন বাইলজ অনুযায়ী মুক্তিযোদ্ধার গ্রুপে থাকা অন্য দুই দল ৩-০ গোলে
বিজয়ী হবে।