ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
হৃদয়ের টানা দুই সেঞ্চুরি
Published : Wednesday, 29 December, 2021 at 12:00 AM
ওয়ালটন মধ্যাঞ্চলের করা ৪৮১ রানের পর দারুণ জবাব দিচ্ছে বিসিবি দক্ষিণাঞ্চল। আগের ম্যাচে নিজের প্রথম সেঞ্চুরিকে ডাবলে রূপ দেওয়া তৌহিদ হৃদয় মঙ্গলবার খেলেছেন ১২২ রানের দুর্দান্ত ইনিংস। হৃদয় ও অমিতের জোড়া সেঞ্চুরিতে তৃতীয় দিন শেষে ৫ উইকেট হারিয়ে ৩৭৬ রান সংগ্রহ করেছে দক্ষিণাঞ্চল। মধ্যাঞ্চলের চেয়ে ১০০ রান পিছিয়ে থেকে বুধবার চতুর্থ ও শেষ দিন শুরু করবে তারা।
বিসিএলের ফাইনাল খেলতে দুই দলকেই ড্র করতে হবে। তৃতীয় দিন শেষে ম্যাচের যা অবস্থা, তাতে করে ম্যাচটি নিশ্চিত ড্রয়ের দিকেই এগুচ্ছে।
চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে ৩৮৯ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শুরু করে দক্ষিণাঞ্চল। পিনাক ১০১ বলে ৬৭ এবং অমিত ৬৬ বলে ২৫ রান নিয়ে ক্রিজে নামেন। ওপেনার পিনাক আর ৭ রান যোগ করেই সাজঘরে ফিরেছেন। তবে সেঞ্চুরির দেখা পেয়েছেন অমিত। পাশাপাশি তৃতীয় উইকেটে অমিত হাসান ও তৌহিদ হৃদয় মিলে ১০১ রানের জুটি গড়েছেন।
সেঞ্চুরি পূরণ করা অমিত শেষ পর্যন্ত ২৭৫ বলে ১৭ চারে ১১৭ রান করে হাসান মুরাদের ঘূর্ণিতে আউট হয়েছেন। সঙ্গীকে হারিয়ে পরের ওভারের প্রথম বলে ফিরে যান টানা দুই সেঞ্চুরি করা হৃদয়ও। ১৫৫ বলে ১৩ চার ও ৪ ছক্কায় ১২২ রানের ইনিংস খেলেন তিনি। এরপর নাহিদুল ১৮ রানে আউট হলে দিনের বাকি সময়টা পার করেছেন জাকির হাসান (৩৫) ও ফরহাদ রেজা (৮)। সবমিলিয়ে ৫ উইকেট হারিয়ে দক্ষিণাঞ্চলের সংগ্রহ দাঁড়ায় ৩৭৬ রান।
মধ্যাঞ্চলের বোলারদের মধ্যে নাজমুল ইসলাম অপু ও হাসান মুরাদ দুটি করে উইকেট নিয়েছেন। এর আগে সৌম্য সরকার ১৫০ ও শুভাগত হোমের ১৫২ রানের ইনিংসে ভর করে মধ্যাঞ্চল ৪৮১ রান সংগ্রহ করে।