বাংলাদেশের
সেমিফাইনাল খেলা নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। এবার নিশ্চিত হলো প্রতিপক্ষ।
করোনার কারণে বাতিল হয়ে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচ। নেট রান রেটে
এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়া কাপের সেমিফাইনালে গেছে বাংলাদেশ
অনূর্ধ্ব-১৯ দল। এই পর্বে টাইগার যুবাদের প্রতিপক্ষ ভারত।
টুইটারে
এশিয়ান ক্রিকেট কাউন্সিল জানায়, এই ম্যাচের দুই ম্যাচ অফিসিয়াল
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তারা ভালো আছেন এবং টুর্নামেন্টের
প্রটোকল অনুযায়ী তাদের চিকিৎসা চলছে।
এ কারণেই বাংলাদেশের ব্যাট করা
অবস্থায় বাতিল ঘোষণা করা হয় ম্যাচটি। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার
'বি' গ্রুপের ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ৩২.৪ ওভারে ৪ উইকেটে
১৩০ রান তোলে। এরপরেই ঘোষণা আসে ম্যাচ বাতিলের।
ফাইনালে উঠার লড়াইয়ে
প্রতিবেশী ভারতের মুখোমুখি হবে ক্যাপ্টেন রাকিবুল হাসানের দল। আগামী
বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে হবে
দুদলের সেমি-ফাইনালের লড়াই।