বঙ্গোপসাগরে ভাসতে থাকা ৭ জেলে উদ্ধার
Published : Wednesday, 29 December, 2021 at 12:00 AM
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোট থেকে সাত জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, ‘২১ ডিসেম্বর এফভি মায়ের দোয়া সালমা নামক একটি ফিশিং বোট কক্সবাজার হতে সাত জেলে নিয়ে মাছ ধরার জন্য সাগরে যায়। ২৬ ডিসেম্বর রাত ১০টার দিকে বঙ্গোপসাগরের মহেশখালির সোনাদিয়া হতে আনুমানিক ১০ নটিক্যাল মাইল পশ্চিমে বোটটির ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকে। বিষয়টি ২৭ ডিসেম্বর সন্ধ্যা পৌনে ৬টায় ট্রলারে থাকা জেলেরা কোস্ট গার্ডকে অবহিত করে। পরে তাদেরকে উদ্ধার করা হয়।’
তিনি আরও বলেন, ‘জেলে এবং ফিশিং বোটটি মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।’