Published : Wednesday, 5 January, 2022 at 12:00 AM, Update: 05.01.2022 12:29:52 AM
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা আদর্শ সদর উপজেলায় চতুর্থ ধাপে ইউপি নির্বাচনে পাঁচথুবী ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের একটি কেন্দ্রের পাশ থেকে সহকারি প্রিজাইডিং অফিসারের সীল-স্বাক্ষর যুক্ত ব্যালট পেপার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। সোমবার (৩ জানুয়ারি) ৯ নং ওয়ার্ডের চান্দপুর আবুল মেমোরিয়াল স্কুল কেন্দ্র থেকে থানা পুলিশ উদ্ধার করে। উদ্ধার হওয়া ব্যালটগুলোর মধ্যে অধিকাংশ ব্যালটে মোরগ, টিউবওয়েল, ও আপেল প্রতীকের সিল রয়েছে। এ ঘটনার পর পুনরায় নির্বাচনের দাবিতে ৯নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী ইকরামুল হক পারভেজ রিটানিং অফিসার ও কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে টিউবওয়েল প্রার্থী ইকরামুল হক পারভেজ বলেন, আবুল মেমোরিয়াল একাডেমি কেন্দ্রে ভোট চুরি হয়েছে এবং ব্যালট পেপারও ছিনতাই হওয়ার ঘটনা ঘটেছে। কিভাবে ব্যালট পেপার ছিনতাই হওয়ার পর ফুটবলকে জয়ী করা হয়েছে। কারা কেন্দ্রে ঢুকে ব্যালট ছিনিয়ে নিয়ে সীল মেরে বাক্স ভর্তি করেছে। এ কেন্দ্রের মতো ইউনিয়নের কোন কেন্দ্রে ভোট কারচুপির করা হয়েছে বলে তো আমার জানা নেই।
৯নং ওয়ার্ডের ৬ বারের মেম্বার মো: ইউনুস জানান- ব্যালেট উদ্ধার হওয়ায় খুব দু:খজনক। আমি ঘটনাস্থলে গিয়েছি এবং দেখেছি। আমি পুনরায় নির্বাচনের দাবি জানাই। এসব দেখে আমার মনে হচ্ছে ভোট গ্রহণে কারচুপির হয়েছে। আমি পর পর অনেক বার মেম্বার হয়েছি প্রার্থীদের প্রতীকে মোট ভোট সমান হওয়ার কথা কিন্তু সেখানে সকল প্রার্থীদের মোট ১২০৬টি ভোট দেখানো হলেও মেম্বার পদে মোট ১০৮৩টি ভোট দেখানো হয়েছে, ১২৩ ভোট নষ্ট দেখানো হয়েছে, ৩শ ব্যালট পেপার ছিনতাই করে নেওয়া হয়েছে। স্পষ্টতো ভোট কেন্দ্রে কারচুপির হয়েছে এবং প্রিজাইডিং অফিসারও মোট ভোট মিলাতে পারেন নি। এ ব্যাপারে আমরা ভোট পুনঃগননা এবং ছিনতাই হওয়া ব্যালট পেপার উদ্ধার করার জন্য ও পরবর্তীতে এই পুনরায় ভোট প্রধান করা চেয়ে রিটার্নিং অফিসারের নিকট আবেদন করার প্রস্তুতি নিচ্ছি ।