Published : Wednesday, 5 January, 2022 at 12:00 AM, Update: 05.01.2022 12:32:45 AM
রণবীর
ঘোষ কিংকর: কুমিল্লার চান্দিনা উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে ১২টি ইউনিয়নে
ভোট গ্রহণ আজ। উপজেলার ওই ১২টি ইউনিয়নের সোয়া দুই লক্ষ ভোটার তাদের
ভোটাধিকার প্রয়োগের মাধমে ১২জন চেয়ারম্যান, ১০৮জন সাধারণ মেম্বার ও ৩৬জন
সংরক্ষিত মহিলা মেম্বার নির্বাচিত করবেন।
চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের
পঞ্চম ধাপের তফসিল অনুযায়ী আজ বুধবার (৫ জানুয়ারি) ৮টা থেকে বিকাল ৪টা
পর্যন্ত ১২টি ইউনিয়নের ১১৫টি কেন্দ্রে একটানা ভোট গ্রহণ করার কথা রয়েছে।
উপজেলার
১২টি ইউনিয়নের মধ্যে বাতাঘাসী, মাইজখার ও জোয়াগ ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং
মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট
গ্রহণের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রশাসন।
উপজেলা নির্বাচন অফিস
সূত্রে জানা যায়, উপজেলায় ১২টি ইউনিয়নে ভোট গ্রহণের লক্ষে ১১৫টি ভোট
কেন্দ্রে ৫৯১টি বুথ প্রস্তুত করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে ৯টি করে ভোট
কেন্দ্র থাকলেও উপজেলার সর্ব বৃহৎ ইউনিয়ন মাইজখারে রয়েছে ১৬টি ভোট কেন্দ্র।
মঙ্গলবার (৪ জানুয়ারী) সকাল থেকে প্রতিটি কেন্দ্রে ভোট গ্রহণের
সামগ্রী সরবরাহ করেছে উপজেলা নির্বাচন অফিস। প্রতিটি ভোট কেন্দ্রের
প্রিজাইডিং অফিসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্বপ্রাপ্ত
স্ব-স্ব ভোট কেন্দ্রে মালামাল নিয়ে যান।
অবাধ ও সুষ্ঠু পরিবেশে ভোট
গ্রহণের জন্য ১১৫টি ভোট কেন্দ্রের ৫৯১টি ভোট কক্ষের বিপরীতে ১১৫জন
প্রিজাইডিং অফিসার, ৫৯১জন সহকারি প্রিজাইডিং অফিসার ও ১ হাজার ১৮২জন পুলিং
অফিসার নিয়োগ দিয়েছেন নির্বাচন অফিস।
উপজেলার ১২টি ইউনিয়নে ২ লাখ ২৪
হাজার ৬১৪জন ভোটারের মধ্যে ১ লক্ষ ১৪ হাজার ২৮৭জন পুরুষ ও ১ লক্ষ ১০ হাজার
৩২৭জন নারী ভোটার রয়েছে। এছাড়ার উপজেলার সর্ব বৃহৎ ইউনিয়নে মাইজখারে
সর্বোচ্চ ৩৬ হাজার ৭৫২জন ও সর্বনিম্ন এতবারপুর ইউনিয়নে ৬ হাজার ৮১জন
ভোটার।
উপজেলার ১২টি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ, ইসলামী আন্দোলন
বাংলাদেশ, কমিউনিস্ট পার্টি ও জাকের পার্টির ২৫জন সহ ৫১জন স্বতন্ত্র
প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এছাড়া সাধারণ সদস্য পদে ৪৯৪জন এবং
সংরক্ষিত নারী সদস্য পদে ১১৮জন প্রতিদ্বন্দ্বিতা করছে।