ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সুষ্ঠু ভোট গ্রহণে সাড়ে ৩ হাজার আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য
চার স্তরের নিরাপত্তায় চান্দিনায়
Published : Wednesday, 5 January, 2022 at 12:00 AM, Update: 05.01.2022 12:33:21 AM
চার স্তরের নিরাপত্তায় চান্দিনায়রণবীর ঘোষ কিংকর: কুমিল্লার চান্দিনায় অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। উপজেলার ১২টি ইউনিয়নের ১১৫টি ভোট কেন্দ্রের নিরাপত্তায় সাড়ে তিন হাজার আইন-শৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে। নিরাপত্তার চাঁদরে ঢাকা পুরো নির্বাচনী এলাকা।
৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা ও ডিবি সহ এক সহস্রাধিক পুলিশ, ৩ প্লাটুন বিজিবি, র‌্যাব, ২ হাজার আনসার নিয়োগ করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে ৭টি স্টাইকিং ফোর্স, ৪৬টি মোবাইল টিম প্রস্তুত রয়েছে। বহিরাগত অনুপ্রবেশকারীদের ঠেকাতে উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে চেক পোস্ট বসানো হয়েছে।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ মোহাম্মদ আরিফুর রহমান জানান, অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কেউ যদি কোন অসদুপায় অবলম্বন করে তাদের বিরুদ্ধে তাৎক্ষনিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলার ১২টি ইউনিয়নের ১১৫টি ভোট কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ, আনসার মোতায়েন করা হয়েছে। এছাড়া ৩৪টি মোবাইল টিম সার্বক্ষনিক টহলে থাকবে। বহিরাগত অনুপ্রবেশকারীদের ঠেকাতে উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে ১২টি চেক পোস্ট বসানো হয়েছে।
এব্যাপারে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুন নাহার জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আশাকরি ভোটাররা তাদের ইচ্ছেমত ভোটাধিকার প্রয়োগ করতে সক্ষম হবে।