ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভোটের আগে মেম্বার প্রার্থীর মৃত্যু
Published : Wednesday, 5 January, 2022 at 1:00 PM
ভোটের আগে মেম্বার প্রার্থীর মৃত্যুচট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ভোটের আগের রাতে আজিজুল হক বাবুল (৫০) নামে এক ইউপি মেম্বার প্রার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার বটতলী ইউনিয়নের পূর্ব বরৈয়া গ্রামে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

বাবুল বটতলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তার প্রতীক ছিল তালা। এছাড়া তিনি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য ছিলেন।

বাবুলের চাচাতো ভাই মুহাম্মদ এহসান বলেন, স্বাভাবিকভাবে প্রচার-প্রচারণা চলছিল। মঙ্গলবার রাতে হঠাৎ করে স্ট্রোক করেন বাবুল। এতে তার মৃত্যু হয়।

আনোয়ারা উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইয়েদ মো. আনোয়ার খালেদ জাগো নিউজকে বলেন, ভোটের আগের রাতে প্রার্থীর মৃত্যু দুঃখজনক। তবে আইনগত বাঁধা না থাকায় বুধবার সকাল থেকে সেখানে ভোটগ্রহণ চলছে। নির্বাচনে যদি মৃত ব্যক্তি বিজয়ী হন, সেক্ষেত্রে উপ-নির্বাচন হবে। না হলে কোনো সমস্যা হবে না।

এর আগে গত ২৬ ডিসেম্বর পার্শ্ববর্তী উপজেলা কর্ণফুলীতেও ভোটের দিন ভোরে মো. মনির উদ্দিন তালুকদার নামে এক মেম্বার প্রার্থীর মৃত্যু হয়েছিল। মনির ওই উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী ছিলেন।