ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ম্যাচ শেষ হতেই লাথাম-ওয়াগনারদের শুভেচ্ছা পেয়েছে বাংলাদেশ
Published : Wednesday, 5 January, 2022 at 1:54 PM, Update: 05.01.2022 1:56:26 PM
ম্যাচ শেষ হতেই লাথাম-ওয়াগনারদের শুভেচ্ছা পেয়েছে বাংলাদেশ৯৭’র আইসিসি ট্রফি জয়, ৯৯’র বিশ্বকাপে পাকিস্তানকে হারানো, ২০০৫ সালে কার্ডিফে অসিদের বিপক্ষে দুর্দান্ত জয়, ২০০৭’র বিশ্বকাপে ভারতের বিপক্ষে অবিস্মরণীয় জয়, ঘরের মাঠে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের সঙ্গে টেস্ট জয় ও সবশেষ যুবাদের বিশ্বকাপ জয়- না পারার মাঝেও এমন উল্লেখ করার মত সাফল্য আছে টাইগারদের।

তবে সব সাফল্য পিছু ফেলে আজ (৫ জানুয়ারি) ভোরের লাল সূর্য আকাশে উঠতেই এক সোনালি সাফল্যের দেখা মিললো। নিউজিল্যান্ডের মাটিতে পুরো ৪ দিনের বেশি সময় ব্যাটিং-বোলিংয়ে কর্তৃৃত্ব ফলিয়ে, প্রভাব বিস্তার করে যোগ্যতর দল হিসেবে টম লাথামের দলকে ৮ উইকেটে হারিয়ে ঐতিহাসিক এক জয় পেলো বাংলাদেশ।

এমন দুর্দান্ত টেস্ট জয়ের পর আনন্দের বন্যায় ভাসছে পুরো বাংলাদেশ। ক্রিকেটাররা ড্রেসিংরুম ও টিম হোটেলেও উৎসব করেছেন।

আচ্ছা কিউইদের প্রতিক্রয়া কী? প্রায় সাড়ে চার বছর পর দেশের মাটিতে প্রথম হার। ১৭টি ম্যাচ অপরাজিত থাকার পর অবশেষে পরাজয়- ব্ল্যাকক্যাপসরা কীভাবে দেখছে এ হারকে?

শুনে অবাক হবেন, টাইগারদের এ জয়ে নিজেরা হতাশায় না পুড়ে মুমিনুল বাহিনীকে কৃতিত্ব দিয়েছেন খোদ কিউই অধিনায়ক টম লাথাম এবং বাঁহাতি ফাস্ট বোলার নেইল ওয়াগনার। বুধবার অবিস্মরণীয় জয়ের পর জাগো নিউজের সঙ্গে একান্ত আলাপে এ তথ্য জানিয়েছেন অধিনায়ক মুমিনুল।

তিনি বলেন, ‘আমার ইচ্ছে ছিল নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসনের সঙ্গে কথা বলার। তবে মাঠেই কথা হলো এ টেস্টের অধিনায়ক লাথাম ও ওয়াগনারের সঙ্গে। তারা আমাদের পুরো দলকে অভিনন্দন জানালো। লাথাম বলেছে, এ ম্যাচে জয় তোমাদেরই প্রাপ্য। তোমরা খুব ভাল ক্রিকেট খেলেছো। প্রতি দিন সবকটা সেশনে আমাদের চেয়ে ভালো পারফরম করেছো। তাই এ খেলায় তোমরাই জয় ডিজার্ভ করো।’

বাঁহাতি ফাস্ট বোলার ওয়াগনার আরও এক ধাপ এগিয়ে বলেছেন, ‘মুমিনুল, এখন তোমাদের উৎসব করার সময়। তোমরা যে অসাধারণ পারফরমেন্স দেখিয়েছো, তারপর উৎসবে মেতে ওঠাই যায়। এ ম্যাচের পর আনন্দ উৎসব করা তোমাদেরই শোভা পায়।

দেশে কোটি ভক্ত ও সমর্থকরা উন্মুখ হয়ে আছেন এমন স্বপ্নের জয়ের পর ড্রেসিংরুম ও টিম হোটেলে কেমন উৎসব করেছেন ক্রিকেটাররা? টাইগার ক্যাপ্টেন মুমিনুল জানান, ‘না, না। তেমন কোন উৎসব হয়নি। আমরা নিজেরা নিজেরা আনন্দ করেছি। বৃহস্পতিবার দুপুরে ফ্লাইট। ক্রাইস্টচার্চে গিয়ে একসঙ্গে ডিনার করবো ইনশাআল্লাহ। তখন একসঙ্গে এ জয়টা উদযাপন করবো।’