কুমিল্লায় আত্মীয়ের জানাজায় যাওয়ার পথে দুর্ঘটনায় নিহত ৪
নিজস্ব প্রতিবেদক ।।
Published : Thursday, 6 January, 2022 at 2:02 PM
আত্মীয়ের জানাজায় যাওয়ার পথে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম
কালিয়া চৌঁ এলাকায় বিআরটিসি বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে
সিএনজির ৪ যাত্রী নিহত হয়েছেন। নিহতরা সবাই এই পরিবারের বলে জানা গেছেন।
এ দুর্ঘটনায় সিএনজির চালক গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে দূর্ঘটনা ঘটে। নিহতরা হলো- পাশ্ববর্তী লালমাই উপজেলার
ভোলাইন ইউনিয়নের পরতী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে বাহার মিয়া (৫৫),
স্ত্রী পারুল বেগম (৪০), শাশুড়ী গোলাপ নাহার (৭০) ও মেয়ে জান্নাত (১)।
জানা যায়, ফেনিতে বাহারের চাচা শশুরের জানাযায় যাওয়ার পথে বৃহস্পতিবার ভোরে
ঢাকাগামী বিআরটিসি ঢাকা মেট্রো-ব ১৫-৫৪৮৪ ও ফেনিগামী সিএনজি অটোরিকশা
কুমিল্লা থ ১১-৫৬৯৩ কালিয়া চৌঁ এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে
বাহার ও তার শাশুড়ী গোলাপ নাহার মারা যায়। পরে কুমিল্লা নেয়ার পথে তার
স্ত্রী পারুল বেগম ও মেয়ে জান্নাতুল মাওয়া মারা যায়।খবর পেয়ে লালমাই হাইওয়ে
থানার পুলিশ ঘটনাস্থলে এসে আহত ও নিহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল
কলেজ হসপিটালে প্রেরন করেন।
এদিকে লালমাই হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজি
উদ্ধার করেছে।
লালমাই হাইওয়ে থানার এসআই মো. জসিম উদ্দিন বলেন, সকাল সাড়ে ৭টার দিকে
কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম উপজেলার কালিয়াচৌ এলাকায়
ঢাকামুখী একটি বিআরটিসি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি
সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত হন আরও তিনজন। পরে আরো
দু' জন মারা যান।