ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় নিবন্ধিত ও প্রশিক্ষণপ্রাপ্ত জেলেদের মাঝে ছাগল বিতরণ
Published : Friday, 7 January, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা মৎস্য কর্মকর্তার আয়োজনে বৃহত্তর কুমিল্লা জেলা মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় (২০২১-২২) অর্থবছরে নিবন্ধিত ও প্রশিক্ষণপ্রাপ্ত জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থানের উপকরণ হিসাবে ছাগল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে  উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সামনে উপজেলা মৎস্য কর্মকর্তার আয়োজনে জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম উপস্থিত থেকে বিকল্প আয়বর্ধক হিসাবে এই উপকরণ ছাগল বিতরণ করেন। উপজেলার নিবন্ধিত ও প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন জেলেদের মাঝে ২টি করে ৪০টি ছাগল বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিক, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহবুবুল হাছান, বিআরডিবি কর্মকর্তা কাজী শফিকুর রহমান, শাহ আলম ডিলারসহ মৎস্য কার্যালয়ের কর্মচারীবৃন্দ। এছাড়া একইদিন সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্য্যালয়ে (২০২১-২০২২) অর্থবছরে মৎস্য অধিদপ্তরের ইউনিয়ন পর্য্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারন প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় (আরডি ও এফএফদের) মাঝে প্রশিক্ষণ প্রদান করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম কার্প মিশ্র, গলদা-কার্প মিশ্র চাষ ও গুলশা-পাবদা-টেংরা মাছ চাষের উপর মৎস্যচাষীদের মাঝে দুইদিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী প্রথম দিনের  প্রশিক্ষণ প্রদান করেন।