ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণে পুলিশকে সহযোগিতা করুন
Published : Friday, 7 January, 2022 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার।
আসন্ন ইউপি নির্বাচনে জনগণকে অবাধ ও সুষ্ঠু ভোট দিতে সহযোগিতা চেয়েছেন দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মো.আরিফুর রহমান। তিনি বলেন, কুমিল্লা পুলিশ সুপারের নির্দেশনায় ইতোমধ্যে কুমিল্লার বিভিন্ন উপজেলা সুষ্ঠু ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে দেবিদ্বারেও এর ধারাবাহিকতা বজায় থাকবে। আশা করি, সকল প্রার্থী পুলিশসহ সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করবেন। বৃহস্পতিবার বিকালে উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের বনকোট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় এ আহবান জানান তিনি।
উপপরিদর্শক মো.ইকতিয়ার মিয়ার পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে ওসি মো. আরিফুর রহমান প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, যারা প্রার্থী আছেন আপনারা আপনাদের কর্মী-সমর্থকদের বলে দিবেন, যাতে কেন্দ্রে শান্তি শৃংখলা বজায় রাখে, কোন প্রকার অপ্রীতিকর ঘটনা কেউ ঘটালে এর দায় ওই প্রার্থীকেই নিতে হবে। মাননীয় আইজিপি ও পুলিশ সুপারের নির্দেশ ‘আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব’। পুলিশ ইচ্ছে করলেই একার পক্ষে মাদক, ধর্ষণ ও ইভটিজিংমুক্ত সমাজ গঠন করতে পারবে না। এ সমাজে যারা বাস করেন আপনাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে। আপনাদের সাথে পুলিশ আছে আপনারা এগিয়ে আসলে সকল অপরাধীরা এলাকা থেকে পালাতে বাধ্য হবে। পরে তিনি কেন্দ্রে সংঘাত সৃষ্টি না করতে সম্ভাব্য প্রার্থীদেরকে কাঁধে কাঁধ রেখে ওয়াদাবদ্ধ করান। এসময় আরও বক্তব্য রাখেন, ইউপি সদস্য  মো. কামাল উদ্দিন, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. মাহবুবুর রহমান মুন্সি, মাশিকাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মোকতল হোসেন, বনকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম। এসময় বিট প্রধান উপপরিদক মো. সালাউদ্দিন শামীম, সহকারী উপপরিদর্ক মো. শাহাদাৎ হোসেনসহ সম্ভাব্য প্রার্থী ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।