Published : Friday, 7 January, 2022 at 12:00 AM, Update: 07.01.2022 1:40:30 AM
প্রদীপ মজুমদার ||
কুমিল্লার
লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের দরবেশপাড়া ওয়ার্ডের নির্বাচনী
কেন্দ্র নবীন কিন্ডারগার্টেন ভাংচুর করে আসবাবপত্র সহ অফিস কক্ষের আলমারি
লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
গতকাল ৫ জানুয়ারী বুধবার পঞ্চম ধাপের
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান
সকাল ৮ টা হতে ভোট গ্রহণ শুরু হয় বেলা দশটার দিকে মেম্বার প্রার্থীদের
মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কেন্দ্র দখলের চেষ্টা করে
দুর্বৃত্তরা। প্রশাসনের কঠোর নজরদারিতে দুর্বৃত্তরা পালিয়ে যায়। নির্বাচন
শেষে ফলাফল ঘোষণা করার পর আবদুল কাদের বিজয়ী হলে পরাজিত মেম্বার প্রার্থীরা
নির্বাচনী কেন্দ্র নবীন কিন্ডারগার্টেনের টুল, টেবিল, চেয়ার, ফ্যান, অফিস
কক্ষের আলমারিতে রাখা টাকা লুট করে নিয়ে যায়।জাতীর জনক ও প্রধানমন্ত্রীর
ছবি ভাংচুর করে নিচে ফেলে রাখে। শিক্ষার্থীদের নতুন বই সহ অফিস সরঞ্জাম
তছনছ করে ফেলে। স্কুলের পুরনো আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় কেউ আহত
হবার খবর পাওয়া যায়নি।
এছাড়া স্কুলের সেমি পাকা ভবনের টিনের বেড়া ধারালো অস্ত্রে কেটে টুকরো টুকরো করে ফেলে।
বিদ্যালয়ের
প্রধান শিক্ষক হেলাল উদ্দীন বলেন আমাদের অফিস কক্ষের আলমারি, টাকা, ফ্যান
লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। নতুন বই সহ আসবাবপত্র তছনছ করে ফেলায়
শিক্ষার্থীদের পাঠদানে সমস্যা হচ্ছে। আমরা এই ঘটনার তদন্ত পূর্বক বিচার
চাই।
এ ব্যাপারে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মামলার প্রস্তুতি চলছে।