Published : Friday, 7 January, 2022 at 12:00 AM, Update: 07.01.2022 1:41:24 AM

গত
৫ জানুয়ারি কুমিল্লা ছাতিপট্টি ছিদ্দিকিয়া হেফজখানা এবং এতিমখানায়
শীতবস্ত্র বিতরণ করেছে বাইউস্ট বিজনেস ক্লাব। এ ক্লাবের সদস্যরা এবং
অনুষদরা অভাবী- সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে শীতকালীন পোশাক বিতরণ করেন।
প্রতিবছরের মতো এই এই বছরও তার আয়োজন করা হয়।
জানা
যায়, বাইউস্ট বিজনেস ক্লাব সর্বদা সামাজিক কাজে এগিয়ে থাকে একজন সচেতন
নাগরিক হিসেবে। অভাবী ও দরিদ্র মানুষের পাশে থেকে তাদের মুখ হাসোজ্জ্বল
করতে পেরে ক্লাব সদস্যরা অনেক খুশি।
বাইউস্ট বিজনেস ক্লাবের সদস্যরা
বলেন, মহান আল্লাহর কাছে চিরকাল কৃতজ্ঞ এই রকম সামাজিক কাজে সুযোগ করে
দেবার জন্য এবং ভবিষ্যতে যেন সব সময় বাইউস্ট বিজনেস ক্লাবের সদস্যগণ
সামাজিক কাজে এগিয়ে যেতে পারে এবং অন্যদের অনুপ্রাণিত করতে পারে।