ছুটি কাটিয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে বল হাতে নেমেই সাফল্য পেলেন সাকিব আল হাসান। তার অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে জয় দিয়ে ওয়ানডে বিসিএল শুরু করল মধ্যাঞ্চল।
রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটে-বলে দুই বিভাগেই আলো ছড়িয়েছেন সাকিব আল হাসান। পূর্বাঞ্চলকে ২২ রানে হারিয়েছে মধ্যাঞ্চল।
এদিন প্রথমে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে যায় মধ্যাঞ্চল। নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে ৪৩.২ ওভারে ১৭৭ রানে অলআউট হয়। মধ্যাঞ্চলের হয়ে ৩৬ রান করেন ওপেনার মিজানুর রহামন। ৩৫ ও ৩৭ রান করে করেন সাকিব আল হাসান ও মোহাম্মদ মিঠুন।
১৭৮ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে সাকিব আল হাসান ও হাসান মুরাদের স্পিন আর সৌম্য সরকারের মিডিয়াম পেস বলে বিভ্রান্ত হয়ে ৪৭.১ ওভারে ১৫৫ রানেই অলআউট হয় পূর্বাঞ্চল।
সাকিব-মুরাদ ও সৌম্য সরকার দুটি করে উইকেট শিকার করেন। তাদের দায়িত্বশীল বোলিংয়ের কারণেই লো-স্কোরিং ম্যাচে ২২ রানের জয় পায় মধ্যাঞ্চল।
ব্যাট হাতে ৩৫ রান সংগ্রহের পাশাপাশি বলে হাতে ১০ ওভারে মাত্র ২৪ রানে ২ উইকেট শিকার করেন সাকিব আল হাসান।