Published : Friday, 7 January, 2022 at 12:00 AM, Update: 07.01.2022 1:41:37 AM
নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ জন। গত ২৪ ঘন্টায়
কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, সবশেষ ৭৫ জন করোনা
পরীক্ষাকারীর মধ্যে পজেটিভ শনাক্ত হয়েছেন ৮ জন। এছাড়া বিদেশগামী ৫শ জন
পরীক্ষাকারীর মধ্যে পজেটিভ শনাক্ত হয়েছেন ৪ জন। এই সময়ে মধ্যে জেলায় করোনা
শনাক্তের হার ১০ দশমিক ৭ শতাংশ। জেলা স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা
গেছে, এখনো পর্যন্ত কুমিল্লায় কেউ ওমিক্রণ শনাক্ত হয়নি।
এপর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৯ হাজার ১ শ ৩৮ জন। সুস্থ হয়েছেন ৩৭ হাজার ৯শ ৮৫ জন।
এদিকে,
কুমিল্লায় করোনা টিকার বুস্টার ডোজ দেয়া শুরু করেছে স্বাস্থ্য বিভাগ।
বৃহস্পতিবার সকাল থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে বুস্টার
ডোজ দেয়া শুরু হয়। প্রথম দিনে মোট ৩২৪ জনকে টিকা দেয়া হয়। এর মধ্যে ২২৩ জন
পুরুষ এবং ১০১ জন নারী। বুস্টার ডোজ দেয়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন, কুমেক উপাধ্যক্ষ আজিজুল হক, কুমেক
হাসপাতাল উপ-পরিচালক সাজেদা খাতুন, স্বাচিপ ও বিএমএ নেতৃবৃন্দসহ
অন্যান্যরা।
এছাড়া যারা মডার্না টিকার দ্বিতীয় ডোজ নিতে পারেন নি
তারা আগামী ৮ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি সিভিল সার্জন কার্যালয় থেকে
দ্বিতীয় ডোজের টিকা নিতে পারবেন। এই সময়ের পর কেউ আর মডার্নার দ্বিতীয় ডোজ
নিতে পারবেন না বলে সিভিল সার্জন কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উল্লেখ্য, মডার্ন টিকার প্রথম ডোজ নেয়ার পর অনেকেই বিভিন্ন কারণে এর
দ্বিতীয় ডোজ নিতে পারেন নি কিংবা টিকা নেবার এসএমএস পান নি। তাদের জন্য
বিশেষ ভাবে এই সময় নির্ধারণ করা হয়েছে।