ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় প্রকরোনা টিকার বুস্টার দেয়া শুরু
Published : Friday, 7 January, 2022 at 12:00 AM, Update: 07.01.2022 1:41:30 AM
কুমিল্লায় প্রকরোনা টিকার বুস্টার দেয়া শুরুনিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় করোনা টিকার বুস্টার ডোজ দেয়া শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার সকাল থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে বুস্টার ডোজ দেয়া শুরু হয়। প্রথম দিনে মোট ৩২৪ জনকে টিকা দেয়া হয়। এর মধ্যে ২২৩ জন পুরুষ এবং ১০১ জন নারী। বুস্টার ডোজ দেয়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন, কুমেক উপাধ্যক্ষ আজিজুল হক, কুমেক হাসপাতাল উপ-পরিচালক সাজেদা খাতুন, স্বাচিপ ও বিএমএ নেতৃবৃন্দসহ অন্যান্যরা।
জেলা সিভিল সার্জন জানান, শুরুতেই বয়স্ক ও ফ্রন্টলাইনারদের বুস্টার ডোজ দেয়া হচ্ছে। ক্রমে সবাই বুস্টার ডোজ পাবেন। কুমিল্লা শহরের যারা প্রথমে বুস্টার ডোজ নেবার এসএমএস পাবেন, তারা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্র থেকে এই টিকা নিতে পারবেন। এর আগে যারা যে ডোজই দুইটি করে সম্পন্ন করেছেন তারাই ফাইজারের এক ডোজ টিকা বুস্টার হিসেবে গ্রহন করবেন। সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা  পর্যন্ত বুস্টার ডোজের টিকা দেয়া হবে। এসএমএস পেলে নির্ধারিত সময় ও কেন্দ্রে গিয়ে সচেতনভাবে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন সিভিল সার্জন।  
কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন নিসর্গ মেরাজ চৌধুরী জানান, বৃহস্পতিবার থেকে কুমিল্লা মেডিকেলে বুস্টার ডোজ দেয়া শুরু হচ্ছে। বরাদ্দ অনুযায়ী ফ্রন্টলাইনার ও বয়স্করা পাবেন। তবে আস্তে আস্তে সবাইকেই এর আওতায় আনা হবে। বুস্টার নিয়ে দুশ্চিন্তার কিছু নাই। আশা করি সবাই প্রথম ও দ্বিতীয় ডোজের মত সহজেই বুস্টার নিতে পারবেন।   
এদিকে যারা মডার্না টিকার দ্বিতীয় ডোজ নিতে পারেন নি তারা আগামী ৮ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি সিভিল সার্জন কার্যালয় থেকে দ্বিতীয় ডোজের টিকা নিতে পারবেন। এই সময়ের পর কেউ আর মডার্নার দ্বিতীয় ডোজ নিতে পারবেন না বলে সিভিল সার্জন কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। উল্লেখ্য, মডার্ন টিকার প্রথম ডোজ নেয়ার পর অনেকেই বিভিন্ন কারণে এর দ্বিতীয় ডোজ নিতে পারেন নি কিংবা টিকা নেবার এসএমএস পান নি। তাদের জন্য বিশেষ ভাবে এই সময় নির্ধারণ করা হয়েছে।