প্রত্যাবর্তন ম্যাচে তামিমের ৯ রান, মুস্তাফিজের ৩ উইকেট
Published : Wednesday, 12 January, 2022 at 12:00 AM
আঙুলের
চোটে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে দেশের সেরা ওপেনার তামিম ইকবাল। চলতি
বিসিএলের ওয়ানাডে টুর্নামেন্ট দিয়ে আজ তার মাঠে প্রত্যাবর্তন ঘটল। দীর্ঘ ৬
মাস পর মাঠে ফিরে ৯ রানের বেশি করতে পারেননি পূর্বাঞ্চলের হয়ে খেলা তামিম।
তার দলও পায়নি বড় স্কোর। এর পেছনের মূল কারিগর হলেন মুস্তাফিজুর রহমান।
দক্ষিণাঞ্চলের এই পেসার নিয়েছেন ৩ উইকেট।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট
স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামা পূর্বাঞ্চলের শুরুটা ভালো হয়নি। চতুর্থ
ওভারেই তারা হারায় রনি তালুকদারকে। তামিমও বিদায় নেন রানে। ২১ রানে ২ উইকেট
হারানো দলের হাল ধরেন ইমরুল ও মোহাম্মদ আশরাফুল। দুইজনে গড়েন ৬১ রানের
জুটি। ৫৭ বলে ১৫ রান করা আশরাফুল ফেরেন নাসুমের বলে ক্যাচ দিয়ে ফিরলে জুটি
ভাঙে। ৬৯ রানে আউট হন ইমরুল কায়েস। আফিফ হোসেন ও ইরফান শুক্কুরের ব্যাটে
দেড়শ পার করে পূর্বাঞ্চল।
৪৮ রানের এই জুটি ভাঙে মুস্তাফিজের বলে আফিফের
(২৯) বাজে শটে। শেষ ওভারে এসে পরপর দুই বলে ইরফান (২ চারে ৩৩) ও রেজাউর
রহমানকে ফিরিয়ে দেন মুস্তাফিজ। নাঈম হাসান হন রান আউট। রান তাড়ায় টানা দুই
ওভারে দুই ওপেনারকে হারায় দক্ষিণাঞ্চল। শুরুর ধাক্কা সামাল দিয়ে দলকে পথে
ফেরান মাইশুকুর রহমান ও তৌহিদ হৃদয়। এরপর জাকির আর নাহিদুলের একটি জুটিতে
তারা ২৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায়।