দেশের বাইরেও আমাদের হিসাবে রাখতে হবে : মুমিনুল
Published : Wednesday, 12 January, 2022 at 12:00 AM
সিরিজের
দ্বিতীয় ও শেষ টেস্টে নিউজিল্যান্ডের কাছে ইনিংস এবং ১১৭ রানের ব্যবধানে
হেরে গেলেও পুর্বের মতো বাংলাদেশকে কেউ হিসেবের বাইরে রাখতে পারবেনা বলে
মনে করছেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। চলতি সফরে নিউজিল্যান্ডের মত বিরূপ
কন্ডিশনে জয়ের ইতিহাস গড়ায় তার দল ক্রিকেট বিশ্বের সম্মান অর্জন করতে সক্ষম
হয়েছেন বলেই মনে করছেন মুমিনুল।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম
টেস্ট ৮ উইকেটে জিতেছিল বাংলাদেশ। টেস্টের পুরো পাঁচদিন দাপট দেখিয়েছেন
টাইগাররা। তবে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ ১-১ সমতায় শেষ করতে পারে
নিউজিল্যান্ড। ম্যাচ শেষে আজ মুমিনুল বলেন, ‘আমি অত্যন্ত গর্বিত, বিশেষ করে
বিদেশের মাটিতে খেলায়। প্রথম টেস্টে নিয়ে আমি সত্যিই খুশি, কিন্তু দ্বিতীয়
টেস্ট ছিল হতাশার। বিদেশি কন্ডিশনে শেষ পর্যন্ত টেস্ট জয়ের ধারা অব্যাহত
রাখাই এখন চ্যালেঞ্জ। আমার মনে হয় এখন আর কেউ বিদেশের মাটিতে আমাদেরকে
হিসেবের বাইরে রাখতে পারবেনা। সবাই আমাদের নিয়ে চিন্তা করবে।'
নিউজিল্যান্ডের
বিপক্ষে ১৬ ম্যাচ লড়াইয়ের পর প্রথম টেস্ট জয়ের দেখা পায় বাংলাদেশ। আর
উজিল্যান্ডের মাটিতে ৩৩ ম্যাচ লড়াইয়ের পর এলো প্রথম জয়। এশিয়ার বাইরে বড়
কোন দলের বিপক্ষে এটিই ছিল বাংলাদেশের প্রথম টেস্ট জয়। ২০০৯ সালে ওয়েস্ট
ইন্ডিজের মাটিতে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। তবে প্রতিপক্ষ
দলটি ছিল দ্বিতীয় সারির । নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের আগে ওয়েস্ট ইন্ডিজ ও
জিম্বাবুয়ে ছাড়া বিদেশের মাটিতে বাংলাদেশের জয় ছিল শ্রীলঙ্কার বিপক্ষে।