ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচং ছয়গ্রাম উচ্চ বিদ্যালয়ে আমরা ’৯১ ফ্যামিলি ডে’ পালিত
Published : Wednesday, 12 January, 2022 at 12:00 AM
বুড়িচং প্রতিনিধি।। কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ছয়গ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র/ছাত্রীদের বাস্তবায়নে ‘ আমরা ’৯১ ফ্যামিলি ডে’ ৮ জানুয়ারি বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালিত হয়েছে। এর মধ্যে ছিল প্রাক্তন ও অবসরকালীন শিক্ষকদের সংবর্ধনা ক্রেস্ট ও পুরস্কার প্রদান। বর্তমান ও প্রয়াত শিক্ষকদের পরিবারের সদস্যদের সম্মাননা ক্রেস্ট প্রদান, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে তাদের মাঝে বৃত্তি প্রদানের পাশাপাশি ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ শ্রেণি পর্যন্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কৃত করা ও মলায়ার সাংস্কৃতিক অনুষ্ঠান। ছয়গ্রাম উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাজী কামাল উদ্দীন মাস্টারের সভাপতিত্বে এবং আমরা ’৯১ এর প্রাক্তন ছাত্র ব্যরিস্টার আবু কাউছার রোমেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সহকারী প্রধান শিক্ষক মো. জসিম উদ্দীন মাস্টার, সাবেক শিক্ষক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আবদুল মতিনের সুযোগ্য সন্তান মো. হাবিবুর রহমান (বাবুল) মাস্টার, সাবেক চেয়ারম্যান ও অত্র বিদ্যালয়ের ’৬৩ সনের শিক্ষার্থী আবদুল হক চেয়ারম্যান, ছয়গ্রাম আলীম মাদ্রাসার সভাপতি ডা. মোশারফ হোসেন, ছয়গ্রাম আলীম মাদ্রাসার অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম, প্রাক্তন শিক্ষক মাজহারুল ইসলাম,’৯১ এর শিক্ষার্থী বর্তমান অধ্যক্ষ আবু জামান খাঁন, পেশকার জহিরুল ইসলাম, আবুল হাসনাত, তফাজ্জল হোসেন, আবদুল আউয়াল, বোরহান, ইন্সপেক্টর মিজানুর রহমান, এসআই রফিকুল ইসলাম, মোশারফ হোসেন, এড. তানজিন, সিরাজুল ইসলাম, সাবেক সভাপতির সন্তান রকিবুর রহমান, সামসুল আলম সুমন, বিদ্যালয়ের সাবেক বিদ্যোৎসাহী সদস্য স্বপন কুমার সাহা, বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী বর্তমান এড. আবদুল আলীম, মিজানুর রহমান লিটন, সাবেক মেম্বার মোস্তফা, চেয়ারম্যান প্রার্থী জহিরুল ইসলাম ধর্মনগর প্রমুখ। এসময় বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আলাউদ্দীন, সিনিয়র শিক্ষক হোসেন আলী, শাহানারা বেগম, মোশারফ হোসেনসহ অন্যান্য শিক্ষক ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আবদুল মতিন সহ অন্যান্য প্রয়াত শিক্ষকদের স্মরণ করেন এবং বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মানোন্নয়নসহ উন্নয়নকল্পে বিভিন্ন প্রস্তাবনা পেশ করেন। উল্লেখ্য, ছয়গ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আবদুল মতিন ছিলেন প্রাক্তন শিক্ষক মো. হাবিবুর রহমান (বাবুল) মাস্টারের পিতা। পরে আমরা’৯১ এর শিক্ষার্থী, প্রাক্তন ও বর্তমান শিক্ষক ও শুভানুধ্যায়ীরা এক ফটো সেশনে মিলিত হন।