ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পীরযাত্রাপুর ইউপি বুড়িচং স্বতন্ত্র দুই প্রার্থীকে গ্রামবাসীর সমর্থন
Published : Wednesday, 12 January, 2022 at 12:00 AM
বুড়িচং প্রতিনিধি: আসন্ন নির্বাচনে কুমিল্লার বুড়িচং ৫ নং পীরযাত্রাপুর ইউপি’র স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান আলহাজ মো. আবু তাহের ও তার সমর্থনে ৯ জানুয়ারি বিকেলে সাদকপুর বাজারে এক সর্বাত্মক ঐক্যের সভা অনুষ্ঠিত হয়। সাদকপুর গ্রামের কৃতি সন্তান মো. সাজেদুল হক সাদেকের আহবানে সভাপতিত্ব করেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব জয়নাল আবেদীন। সভা পরিচালনা করেন বীরমুক্তিযোদ্ধা হাজী মো. সরু মিয়া। উক্ত সভায় পীরযাত্রাপুর ইউপির ১নং ওয়ার্ড উত্তর শ্যামপুর, দক্ষিণ শ্যামপুর ২ নং ওয়ার্ড সাদকপুর উত্তর, ৩ নং ওয়ার্ড সাদকপুর দক্ষিণ, ৪নং ওয়ার্ড কোমাল্লা বোড়ইয়া এলাকার জনগণ ও সাধারণ ভোটার পীরযাত্রাপুর ইউপি’র চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবু তাহেরের পক্ষে উল্লেখিত ওয়ার্ড ও গ্রামবাসী একাট্টা ঘোষণা করেন। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মো. সাজেদুল হক সাদেক। বক্তব্য রাখেন সাদকপুর গ্রামের পক্ষে অব: সুবেদার আ: খালেক, মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দীন ভুইয়া, জিএম আলাউল করিম, ডা. নওশের আহম্মেদ ভুইয়া, ডা. জাহিদুর রহমান, ডা. শাহআলম, রমিজ উদ্দীন, মুজিবুর রহমান, জামাল হোসেন, হাজী জয়নাল আবেদীন মেম্বার, হাজী ছিদ্দিকুর রহমান মেম্বার, সালাউদ্দীন মেম্বার, মিজানুর রহমান, প্রভাষক কবির আহম্মেদ ভূইয়া, হাজী আ: ছামাদ, ডা. চিত্তরঞ্জন সূত্রধর, আলহাজ্ব আবু তাহের ভ্ইুয়া, দেলোয়ার হোসেন, জামশেদ আলম জজু,ডা. নজরুল ইসলাম ভুইয়া, ব্যবসায়ী আমানত উল্লাহ, আ: আউয়াল মাস্টার, আ: ছাত্তার ভুইয়া, ডা.হুমায়ুন কবির ভুইয়া, হারুনুর রশীদ পুলিশ, অব.সুবেদার আ: ছামাদ ভুইয়া, মো. সেফাউল করিম, সাব্বির আহাম্মদ, বীরমুক্তিযোদ্ধা আ: রঊফ, বীরমুক্তিযোদ্ধা আ: মান্নান আজাদ,মাও. সাইফুল ইসলাম, হাজী মূলফত আলী, আ: বারেক, হাজী আবুল কাশেম,আ: রব বেপারী, মো. জসিম উদ্দীন, বাদশা মিয়া সর্দার, তজু মিয়া ডিলার,
সফিকুল ইসলাম, আ: কুদ্দুূছ দোকানদার, হাজী আ: ছামাদ, ব্যবসায়ী ফারুক মিয়া, দক্ষিণ শ্যামপুর মুক্তিযোদ্ধা আ: হক মাস্টার। উপস্থিত ছিলেন সামসুল হক ভুইয়া, হারেজ পুলিশ, বশির আহাম্মদ ভুইয়া, আবু তাহের ভুইয়া, আলী আশ্রাফ ভুইয়া, হাজী মফিজুল ইসলাম কাননগো, নুরে আলম, বাবুল, উত্তর শ্যামপুর
শাহআলম ভ্ইুয়া, সফিকুর রহমান ভুইয়া, হাজী আবুল হাশেম আর আই, মাহাবুবুর রহমান ভুঞা মেম্বার, মুুজিবুর রহমান, ফজর আলী ভুইয়া, হাজী মফিজুল ইসলাম, আ: রব ভুইয়া, আ: অদুদ, মো. বাবুল, রজ্জব আলী, নাজমুল হাসান ভুইয়া, মো. মাসুম ভুইয়া, আইয়ুব আলী, বড়ইয়া হাজী ফরিদ মিয়া বেপারী, হাসন আলী সর্দার, সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা খালেক মাস্টার, জসিম উদ্দীন, রুস্তম আলী, কামাল হোসেন, রজ্জব আলী, কোমাল্ল আ: কুদ্দুছ মেম্বার, হাজী সিরাজুল ইসলাম মাস্টার, শামসুল হক পুলিশসহ অন্যান্য সাধারণ ভোটারগণ। সভায় বক্তারা দল মত নির্বিশেষে একাট্টা হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যাতে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবু তাহের কে বিজয়ী করা যায় সে লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহবান জানান। প্রার্থী আলহাজ্ব আবু তাহের ও তার বক্তব্যে এলাকার সার্বিক উন্নয়নের পাশাপাশি জনগণের কল্যাণে চেয়ারম্যান নির্বাচিত হয়ে যাতে নাগরিক সেবা প্রদান করতে পারেন সে লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন। পরে
নেতৃবৃন্দরা এক ফটো সেশনে মিলিত হন।
অপর দিকে পীর যাত্রাপুর ইউনিয়ন এর স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী পীর যাত্রাপুর গ্রামের বড় বাড়ীর আবুল কালাম আজাদের পক্ষে গ্রাম ঐক্য বদ্ধ হয়ে এক জরুরি বৈঠক বসে এক চেয়ারম্যান প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেন। বৈঠকে সভাপতিত্ব করেন  হাজী: নসরত হোসেন (নসু) এবং পরিচালনা করেন ইঞ্জিনিয়ার মোঃ আদম আলী। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিরাজুল ইসলাম মেম্বার, হাজী: মো:নুরুল ইসলাম সর্দার, আবু জাহের মেম্বার, ফজলুল হক, ফরিদ উদ্দিন, আব্দুল আজিজ, মাহবুবুর রহমান মাসুম, মোখলেছুর রহমান, আতিকুর রহমান, জাহাঙ্গীর আলম, মিজানুর রহমান, জাহাঙ্গীর আলম ২, হাজী মো:সহিদুল ইব্রাহিম মো:রফিক আর্মি, খাইরুল আলম, জয়নাল আবেদিনসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।