নির্বাচন নিয়ে আমি সন্তুষ্ট আবার অসন্তুষ্ট: মাহবুব তালুকদার
Published : Wednesday, 12 January, 2022 at 12:00 AM
নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, চলমান নির্বাচন নিয়ে আমি সন্তুষ্ট আবার অসন্তুষ্ট। আমার সন্তুষ্ট হওয়ার প্রকাশ খুব কম। অসন্তুষ্ট হওয়ার প্রকাশটাই বিভিন্ন সময়ে বেশি।
মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা হলরুমে স্মার্ট কার্ড (এনআইডি) বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাহবুব তালুকদার বলেন, অনেক রক্তের বিনিময়ে আমাদের এই দেশ। দেশে যাদের পরিচয় নেই, আমরা তাদের এনআইডির আওতায় আনতে ইতোমধ্যে কর্মশালা করেছি। যারা পরিচয়হীন, যাদের কোনও পরিচয় নেই, তাদের মানবাধিকারও নেই। মানবাধিকার পেতে হলে তাদের পরিচয় থাকতে হবে। আমরা তাদেরকে পরিচয়ের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছি।
তিনি বলেন, স্মার্ট কার্ড না থাকলে কোনও নাগরিকের নাগরিকত্ব পূর্ণতা পায় না। ১৫০টি প্রতিষ্ঠানে স্মাট কার্ড ব্যবহার হচ্ছে। এই কার্ডে প্রত্যেকের ২৫টি তথ্য রয়েছে, যা জীবনের সব জায়গায় কাজে লাগবে।
নির্বাচন কমিশনার বলেন, আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন। সেখানে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও আইনানুগ নির্বাচন যাতে হয়, সেটা করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে চেষ্টা চালাচ্ছি।
এ সময় জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোবারক হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম প্রমুখ।