Published : Wednesday, 12 January, 2022 at 12:00 AM, Update: 12.01.2022 12:18:13 AM
বশিরুল ইসলাম:
কুমিল্লায়
ত্রাণ ও কম্বল বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (১১ জানুয়ারি)
বিকেলে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বেলতলি উচ্চ বিদ্যালয় মাঠে অসহায় ও
দরিদ্র প্রায় দেড় শতাধিক লোকের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
‘উজ্জীবিত একত্রিশ’ এর আয়োজনে ৪৪ পদাতিক ব্রিগেডের পরিচালনায় ত্রাণ সামগ্রী ও কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
সদর
দপ্তরের ৪৪ পদাতিক বিগ্রেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমিনুল আকবর
খান এএফডিব্লউ. পিএসসি, ৪৪ পদাতিক ব্রিগেডের মেজর সুজন কুমার পুন্ড
পিএসসি, ৩১ বীর লে. কর্ণেল সাব্বির হাসান পিএসসি, ক্যাপ্টেন তাজবিউল,
ক্যাপ্টেন আজিজুল হাকিম প্রিন্স ও ক্যাপ্টন শামীম হাসান।
বিতরণ করা
ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, লবন, চিনি, তৈল, ওরস্যালাইন। ত্রাণ
সামগ্রীর সাথে একটি করে কম্বল বিতরণ করা হয়। এসব সামগ্রী পেয়ে উপস্থিত
সকলে সেনাসদস্যদের জন্য দোয়া করেন। এসময় ৪৪পদাতিক ব্রিগেড ও উজ্জীবিত ৩১
এর সেনাসদস্যরাও উপস্থিত ছিলেন। দীর্ঘ লাইনে সারিবদ্ধভাবে সামাজিক দুরত্ব
বজায় রেখে মাস্ক পরিধান করে প্রত্যেকের মাঝে ত্রাণ সামগ্রী ও কম্বল বিতরণ
করা হয়।