বিপিএলের মাঠে দর্শক প্রবেশ নিয়ে অনিশ্চয়তা
Published : Friday, 14 January, 2022 at 12:00 AM
বিশ্বব্যাপী
নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন। এই ধরনটিতে
আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এমন পরিস্থিতি বাংলাদেশ প্রিমিয়ার
লিগের (বিপিএল) অষ্টম আসর আয়োজনে বিপত্তি না থাকলেও দর্শক প্রবেশ নিয়ে
ভাবাচ্ছে বিসিবিকে। তবে পরিস্থিতি বিবেচনায় দর্শকশূন্য মাঠেও বিপিএল আয়োজন
করতে পারে।
করোনার প্রকোপ খানিকটা কমে যাওয়ায় পাকিস্তান সিরিজে আসন
সংখ্যার অর্ধেক দর্শক প্রবেশের অনুমতি দেয় বিসিবি। ওই সিরিজটি বেশ সফলতার
সঙ্গে শেষ করে বিসিবি। পরে বিপিএলের মাঠে দর্শক বাড়ানোর ভাবনা থাকলেও এখন
পিছু হটতে হচ্ছে। দেশব্যাপী ওমিক্রণ রোধে সরকারি বিধিনিষেধের কারণে বিকল্প
ব্যবস্থা নিতে হচ্ছে বোর্ডকে।
টুর্নামেন্ট আয়োজন করা হলেও দর্শক প্রবেশ
নিয়ে সংশয় রয়েছে। বিসিবির পরিচালক জালাল ইউনুস বলেন, ‘দর্শকদের প্রবেশ
করানোর ব্যাপারে একটা শঙ্কা আছে। টুর্নামেন্ট হবে ইনশাআল্লাহ। কিন্তু দর্শক
ভেতরে ঢোকানোর েেত্র আমাদের চিন্তা করতে হচ্ছে। আদৌ আমরা দর্শক অনুমোদন
দিতে পারবো কী না, এটা একটা প্রশ্ন।'