Published : Friday, 14 January, 2022 at 12:00 AM, Update: 14.01.2022 1:04:57 AM
কুমিল্লায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে র্যাব। এসময় গ্রেপ্তার করা হয়েছে দুই মাদক ব্যবসায়ীকে। উদ্ধারকৃত এসব মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ২ হাজার ৯৫০ পিস ইয়াবা, ৩৯৫ বোতল ফেনসিডিল এবং ২০ কেজি গাঁজা। ১৩ ডিসেম্বর বৃহস্পতিবার সদর দক্ষিণ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। অভিযানে গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ীরা হলো- কক্সবাজারের উখিয়া উপজেলার বড় ইনানী চারা বটতলী এলাকার ফারুখ আহমদের ছেলে আমান উল্লাহ এবং চাঁদপুর সদর উপজেলার খলিশাদুলী গ্রামের মোঃ মোস্তফা সিকদারের ছেলে মোঃ মাসুদুর রহমান। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারটিও জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১১ কুমিল্লার উপপরিচালক ও কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।