Published : Friday, 14 January, 2022 at 12:00 AM, Update: 14.01.2022 1:05:27 AM
তানভীর দিপু:
কুমিল্লায়
আশংকা জনক হারে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। এক সাপ্তাহের ব্যবধানে
শূন্য থেকে ৩৪ জনে এসেছে। এ নিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা সিভিল
সার্জন কাযালয়ে জনসচেতনতা বৃদ্ধি ও জেলা স্বাস্থ্য বিভাগের প্রয়োজনীয়
পদক্ষেপ নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিমিয় করা হয়।
মতবিনিময় সভায় সিভিল
সার্জন মীর মোবারক হোসাইন বলেন, ওমিক্রন বিষয়ে জনসচেতনতা ও সরকারি বিধি
নিষেধ পালনে এ সাপ্তাহ থেকে মাঠে থাকবে স্বাস্থ্য প্রশাসন। জেলায় মাইকিং
প্রচার পত্র বিলিসহ বিভিন্ন সংস্থার সহযোগিতায় বিভিন্ন প্রচার কাযক্রম
পরিচালনা করা হবে। ওমিক্রন নিয়ে আমরা ২৪ ঘন্টার সেবা চালু করেছি। করোনায়
রোগীদের বিষেশায়িত হাপাতালগুলো প্রস্তুত করা হয়েছে। অক্সিজেন সেবা, ২৪
ঘন্টার হট লাইন, টেলিমেডিসিন সেবা, নমুনা সংগ্রহন প্রয়োজনীয় সব ব্যবস্থা
নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গেল ডিসেম্বর মাসে বেশিরভাগ
দিনই করোনায় সনাক্ত বিহিন ছিলো কুমিল্লা। এ বছরের ১ জানুয়ারিতে সনাক্ত ছিলো
তিনজন। ১৩ জানুয়ারিতে সনাক্ত ৩৪জন। সর্বশেষ সাত দিনে দেখা যায় আক্রান্তের
হার ৭ জানুয়ারি ২ দশমিক ১ শতাংশ, ৮ জানুয়ারি ৭ দশমিক ১ শতাংশ, ৯ জানুয়ারি
শূন্য শতাংশ, ১০ জানুয়ারি ৬ দশমিক৫ শতাংশ, ১১ জানুয়ারি ৭ দশমিক ৫ শতাংশ,
১২ জানুয়ারি ১৩ দশমিক ৭ শতাংশ, ১৩ জানুয়ারি ১৩ দশমিক ৬ শতাংশ।
জেলা
সিভিল সার্জন আরো বলেন, জেলায় মোট জনসংখ্যা ৬৩ লক্ষ ৭১ হাজার ১৫৩জন। এ
পযর্ন্ত করোনার টিকার জন্য নিবন্ধন করেছেন ২৬ লক্ষ ৪৪ হাজার ১১২ জন। মোট
জনগোষ্টির ৪১ দশমিক ৫ শতাংশ মানুষ রেজিষ্টেশন করেছেন। এর মধ্যে প্রথম ডোজ
নিয়েছেন ২৮ লক্ষ ৭২ হাজার ৯৩৬ জন। দিত্বীয় ডোজ নিয়েছেন ১৯ লক্ষ ১৩ হাজার
৫০২ জন। এছাড়া ৭৬ দশমিক ৫ শতাংশ স্কুল শিক্ষার্থী টিকা নিয়েছেন। মোট ৫ লক্ষ
৩০ হাজার ৮৩৮ শিক্ষার্থীরর মধ্যে প্রথম ডোজ টিকা নিয়েছেন ৪ লক্ষ ৬ হাজার
২২ জন।
গতকাল বৃহস্পতিবার বর্তমান করোনা পরিস্থিতি, টিকা ও স্বাস্থ্য
বিভাগের সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় আরো
উপস্থিত ছিলেন জেলা ডেপুটি সিভিল সার্জন নিসর্গ মেরাজ চৌধুরী, জেলা
স্বাস্থ্য কর্মকর্তা সাইক বিন আলম।