ভারতের টেস্টের নেতৃত্বও ছাড়লেন কোহলি
Published : Sunday, 16 January, 2022 at 12:00 AM
টি-টোয়েন্টির
অধিনায়কত্ব স্বেচ্ছায় ছেড়েছিলেন। তারই রেশ ধরে ওয়ানডের নেতৃত্ব হারান
বিরাট কোহলি। বাকি থাকা টেস্ট ফরম্যাটে অধিনায়কত্ব চালিয়ে যাওয়ার কথা ছিল
তার। কিন্তু দক্ষিণ আফ্রিকায় সিরিজ হারের পর এবার লাল বলের ক্রিকেটের
নেতৃত্ব থেকেও সরে দাঁড়ালেন কোহলি।
গতকাল (শুক্রবার) দক্ষিণ আফ্রিকার
কাছে টেস্ট সিরিজ হেরেছে ভারত। আর আজ (শনিবার) সামাজিক যোগাযোগমাধ্যম
টুইটারে টেস্টের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন কোহলি। ২০১৫ সালে মহেন্দ্র
সিং ধোনি টেস্ট থেকৈ অবসরের ঘোষণা দেওয়ার পর অস্থায়ী দায়িত্ব পেয়েছিলেন।
এরপর থেকে পূর্ণকালীন অধিনায়ক হিসেবে টেস্ট দলকে নেতৃত্ব দিয়েছেন কোহলি।
কোহলির
সরে দাঁড়ানোর ঘোষণায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডে (বিসিসিআই) চলমান
অস্থিরতা আরও বাড়িয়ে দিলো। কোহলির সঙ্গে এমনিতেই বোর্ডের একটা টানাপোড়েন
চলছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগের তিনি জানান, বিশ্বকাপ শেষে এই
ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়বেন। এরপর বিসিসিআই ওয়ানডের নেতৃত্ব থেকেও তাকে
সরিয়ে দেয় সাদা বলে এক অধিনায়ক রাখার কারণ দেখিয়ে। আর এখন বাকি থাকা টেস্ট
ফরম্যাট থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ালেন সময়ের অন্যতম সেরা ব্যাটার।