ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচংয়ে ১ চেয়ারম্যান প্রার্থীসহ ৮ জনের মনোয়ন বাতিল
Published : Sunday, 16 January, 2022 at 12:00 AM
 সৌরভ মাহমুদ হারুন ।।
আগামী ৭ ফেব্রুয়ারি ৭ম ধাপের নির্বাচনে কুমিল্লার বুড়িচং উপজেলার ৯ টি ইউনিয়ন যথাক্রমে ১ নং রাজাপুর, ২ নং বাকশীমূল, ৩ নং বুড়িচং সদর, ৪ নং ষোলনল, ৫ নং পীরযাত্রাপুর, ৬ নং ময়নামতি, ৭ নং মোকাম, ৮ নং ভারেল্লা উত্তর ও ৯ নং ভারেল্লা দক্ষিণের নির্বাচন অনুষ্ঠিত হবে। গত  ১২ জানুয়ারি বিকেল ৫ টা পর্যন্ত সময়ে ৮২ জন চেয়ারম্যান  প্রার্থী তাদের  মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে উপজেলার ৯ টি বিভিন্ন ইউনিয়নে  ৭১ জন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। উপজেলার সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী ৯৯  জন ও  মেম্বার প্রার্থী পদে ৪০৩  জনসহ মোট ৫৮৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল  করেছিলেন গতকাল ১৫ জানুয়ারি শনিবার মনোনয়ন বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলার ৯ টি ইউনিয়ন থেকে মোট ৮২ জন চেয়ারম্যান প্রার্থী থেকে বাকশীমূল ইউপির স্বতন্ত্র চেয়াম্যান প্রার্থী মো. খসরুল আলম নামে ১ জন , একই ইউনিয়নের ৩ ওয়ার্ড (৬,৮,৯) এর সংরক্ষিত আসনের সানজিদা আক্তার নামে এক মেম্বার প্রার্থী, ২ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মেহেদী হাসান, ১ নং রাজাপুর ইউপির ২ নং ওয়ার্ডের সেলিনা বেগম,৬ নং ময়নামতি ইউপির ১ নং ওয়ার্ডের হাবিবুর রহমান , একই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মো. কামাল হোসেন এবং ৮ নং ভারেল্লা উত্তর ইউপি ৯ নং ওয়ার্ডের পশ্চিমসিংহ গ্রামের মেম্বার প্রার্থী মো. ওমর ফারুক ও অপর ১ জন সহ মোট ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র গতকাল অনুষ্ঠিত যাচাই বাছাই কার্যক্রমে বাতিল বলে  ঘোষণা করা হয়। অনুষ্ঠিতব্য নির্বাচনের  প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ২২ জানুয়ারি। ইতোমধ্যে  নির্বাচন কে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা তাদের নির্বাচনী এলাকায় স্বাস্থ্য বিধি মেনে জনগণের সমর্থন পেতে বিভিন্ন উঠান বৈঠক ও গণসংযোগ করে যাচ্ছেন।