Published : Sunday, 16 January, 2022 at 12:00 AM, Update: 16.01.2022 12:48:41 AM
সাবেক সফল রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপির বড় ভাই বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন(৮০) শুক্রবার রাত ১১ টা ৪০ মিনিটে ঢাকা ল্যাব এইড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৭ছেলে,এক মেয়ে রেখে যান।
মরহুমের নামাজ শনিবার দুপুর ২:৩০ মিনিটে বসুয়ারা মুজিবুল হক কমপ্লেক্স হাফেজিয়া মাদরাসা মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।জানাজার নামাজের পূবে আলোচনা করেন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক এমপি, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন,চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আব্দুস ছোবহান ভূইয়া হাসান, পৌর মেয়র জি এম মীর হোসেন মীরু,চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রহমত উল্লাহ বাবুল,উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, মরহুমের ছেলে জেলা সহকাারী জজ আব্দুস সালাম।
বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মতিনকে গার্ড অফ অনার প্রদান করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মনজুরুল হক, চৌদ্দগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা নেতৃত্বে।
জানাজার নামাজের পূবে ফুল দিয়ে শেষ বিদায় জানান শ্রীপুর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগ, উজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগ, মিয়াবাজার ব্যবসায়ী সমিতি,চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগ।জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাজার নামাজ পড়ান মরহুমের ছেলে আব্দুল আউয়াল সুমন।