Published : Sunday, 16 January, 2022 at 12:00 AM, Update: 16.01.2022 12:48:54 AM
করোনা
প্রতিরোধে টিকা কার্যক্রমে জোর দিয়েছে সরকার। প্রথম ও দ্বিতীয় ডোজের
পাশাপাশি এখন বুস্টার ডোজ কার্যক্রম চলছে। এরই মধ্যে দেশে প্রায় ছয় লাখ
মানুষকে বুস্টার ডোজও দেওয়া হয়েছে। যদিও এখন পর্যন্ত ভ্যাকসিনের দ্বিতীয়
ডোজ পায়নি আড়াই কোটির বেশি মানুষ।
এই বিষয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন,
নানা কারণে টিকা নিতে মানুষের আগ্রহ কমে গেছে। আবার প্রথম ডোজ নিলেও
দীর্ঘদিন দ্বিতীয় ডোজের এসএমএস পাচ্ছেন না অনেকেই। যেসব কারণে বিপুল সংখ্যক
জনগোষ্ঠী এখনও টিকার আওতায় আসেনি।
তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে ভিন্ন
কথা। তাদের দাবি, প্রতিটি এলাকায় পর্যাপ্ত প্রচারণা চালানোর পাশাপাশি টিকা
জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে,
দেশে এখনও টিকার ২য় ডোজ নেয়নি এমন আড়াই কোটিরও বেশি মানুষের মধ্যে
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকার দ্বিতীয় ডোজ নেয়নি ৮৩ লাখ ৮১
হাজার ৩৫ জন।
এছাড়াও ফাইজারের টিকার দ্বিতীয় ডোজ নেয়নি ৬৫ লাখ ৬৩ হাজার
৪১৪ জন, মডার্নার টিকার দ্বিতীয় ডোজ নেয়নি ৬৯ হাজার ৮৬০ জন, সিনোফার্মের
টিকার দ্বিতীয় ডোজ নেয়নি ৭৯ লাখ ২৮ হাজার ৩০৫ জন, সিনোভ্যাক টিকার দ্বিতীয়
ডোজ নেয়নি ২২ লাখ ১৪ হাজার ৫৮০ জন। সবমিলে দেশে প্রথম ডোজের টিকা নিয়ে এখনও
দ্বিতীয় ডোজ নেয়নি ২ কোটি ৫১ লাখ ৫৭ হাজার ১৯৪ জন।