মুক্তিযোদ্ধা হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
Published : Sunday, 16 January, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
জমির
আইল নিয়ে বিরোধে হাতে বন্ধুক নিয়ে ভাই ভাতিজার সামনে প্রকাশ্যে এক
মুক্তিযোদ্ধাকে গলা টিপে হত্যা করা হয়েছে৷ ঘটনাটি ঘটেছে কুমিল্লা জেলার
ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের কান্দুঘর গ্রামের রাজা বাড়িতে৷
বৃহস্পতিবার সকাল সারে ৮টায় নিহতের ভাই করিম মিয়া ও তার ছেলেরা বাড়ির
দক্ষিন পাশের জমির আইল মেরামত করতে যায়। এ সময় একই বাড়ির মৃত গনি বিএসসি'র
ছেলে মোঃ কামাল হোসেন(৫০) তার ভাই বাবু (৩৫) হাতে বন্ধুক ও রড নিয়ে মারধর
করে৷ পরের দিন বিকাল ৪টায় কান্দুঘর মাদ্রাসা মাঠে গার্ড অব অনার ও জানাযা
সম্পন্ন হয়। জানাযা শেষে মাধবপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধারা লাশ সামনে রেখে
এই হত্যার সাথে যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতারের দাবিতে প্রতিবাদ ও
মানববন্ধন করেছে। মানববন্ধনে তারা বলেন, অবিলম্বে আবদুর রহমান মৃত্যুর সঠিক
তদন্ত করতে হবে। মামলার আসামীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি
করতে হবে। একই সঙ্গে এর সঙ্গে যাঁরাই জড়িত, তাঁদের শাস্তির আওতায় আনার দাবি
জানান তাঁরা। মুক্তিযোদ্ধারা আরও বলেন, একজন মুক্তিযোদ্ধাকে এ ভাবে হত্যা
এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না। এই দেশের জন্য আমরা জীবনবাজি রেখে যুদ্ধ
করেছি। স্বাধীনতার ৫০ বছর পরেও আমাদের মুক্তিযোদ্ধা আবদুর রহমানকে এভাবেই
মৃত্যুবরণ করতে হবে জাতি হিসাবে এটা বাঙালি জাতির কলঙ্ক। আমরা অবিলম্বে
হত্যার সাথে জরিতদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। মানববন্ধনে উপস্থিত ছিলেন
যুদ্ধকালীন কমান্ডার ড. শেখ বাতেন, মুক্তিযোদ্ধা কমান্ডার ইদ্রিস মিয়া
মাষ্টার, সাবেক ডেপুটি কমান্ডার মো: ফজলুর রহমান, অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর
কর্পোরাল মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো: অহিদুল্লা, বীর
মুক্তিযোদ্ধা আবদুল কাদের, বীর মুক্তিযোদ্ধা নয়াব মিয়া, অবসরপ্রাপ্ত
সেনাবাহিনী দানু মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবদুল জলিল, বীর মুক্তিযোদ্ধা
ফখরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলী আজম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সেলিম,
বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা বাবলু মিয়া, বীর
মুক্তিযোদ্ধা ওমর আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।