ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দর্শক ছাড়াই মাঠে গড়াচ্ছে বিপিএল
Published : Monday, 17 January, 2022 at 12:00 AM
দর্শক ছাড়াই মাঠে গড়াচ্ছে বিপিএলপাকিস্তান সিরিজে দীর্ঘ ২১ মাস পর গ্যালারিতে দর্শক ফিরেছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আশা করেছিল, বিপিএলের অষ্টম আসরেও দর্শকদের জন্য পুরো গ্যালারি উন্মুক্ত করে দেবে। কিন্তু সেই আশায় গুঁড়েবালি! করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় পুরো গ্যালারি তো দূরে থাক, দর্শক ছাড়াই আয়োজন করতে হচ্ছে কুড়ি ওভারের ধুম ধারাক্কা এই টুর্নামেন্ট।
তবে পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্তে বদলও আসতে পারে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী, ‘আমরা সরকারের সঙ্গে কথা বলেছি, এই মুহূর্তে দর্শকদের মাঠে প্রবেশকে অনুৎসাহিত করা হচ্ছে। পরিবেশ-পরিস্থিতি যদি অনুকূলে আসে, পরের রাউন্ড কিংবা অন্য কোনও সময়ে সরকারের অনুমোদন সাপেক্ষে মাঠে দর্শক প্রবেশের ব্যবস্থা করা হবে।’
করোনায় বিপিএলের গত আসরেও মাঠে দর্শক ঢুকতে পারেনি। তবে এবার সাধারণ দর্শকরা খেলা দেখতে না পারলে দুই দলের আমন্ত্রিত কিছু অতিথি মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবেন। বিপিএলের অষ্টম আসরটি শুরু হচ্ছে আগামী ২১ জানুয়ারি।