Published : Saturday, 22 January, 2022 at 12:00 AM, Update: 22.01.2022 1:03:23 AM
আলমগীর হোসেন, দাউদকান্দি ||
করোনাভাইরাসের
সংক্রমণ বাড়তে থাকা এ সময়ে সরকারি বিধিনিষেধ উপক্ষো করে কুমিল্লার
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুন্নতে খৎনা অনুষ্ঠানের আয়োজন করা
হয়েছে। ২১ জানুয়ারি শুক্রবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল
টেকনোলজিস্ট বিল্লাল হোসেনের ছেলের জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গৌরীপুরে অবস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমের মাঠ প্রাঙ্গণে
শামিয়ানা টাঙিয়ে এ আয়োজন করা হয়। প্রায় ৪০০-৫০০ অতিথি এ অনুষ্ঠানে অংশ নেন।
অতিথির তালিকায় ছিলেন চিকিৎসক, নার্স ও হাসপাতালের অন্যন্য স্টাফসহ
আয়োজকের আত্মীয়-স্বজন।
স্বাস্থ্য কমপ্লেক্সে সুন্নতে খৎনা অনুষ্ঠানের
আয়োজন করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের মতে, করোনা পরিস্থিতির
অবনতি হওয়ায় বড় পরিসরে জনসমাগম নিষিদ্ধ করেছে সরকার। এ অবস্থায় হাসপাতালের
মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় এ ধরনের অনুষ্ঠান অগ্রহণযোগ্য।
বিষয়টি
নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা গেলেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের
আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হাবিবুর রহমান বলেন, স্বাস্থ্যবিধি
মেনেই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আর দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার
কামরুল ইসলাম খান বলেন, এসময়ে হাসপাতালের মতো একটি জায়গায় এ অনুষ্ঠান করা
অত্যন্ত দু:খজনক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে বিষয়টি নিয়ে কথা বলবো।