সংযুক্ত আরব আমিরাতের আকাশ সীমানায় তিনটি অনুপ্রশেকারী ড্রোন প্রতিহত ও ধ্বংস করার কথা জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তিন সপ্তাহের মধ্যে চতুর্থবার এমন ঘটনা ঘটলো। বুধবার রাতে টুইট বার্তায় মন্ত্রণালয় জানিয়েছে, জনহীন এলাকায় ড্রোনগুলো ধ্বংস করা হয়।
যে কোনও হুমকি মোকাবিলায় প্রস্তুত উল্লেখ করে রাষ্ট্র ও অঞ্চলের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে আমিরাত। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার দাবি না করলেও 'ট্রু প্রমিজ ব্রিগেডস' নামক একটি ছোট জিহাদী গোষ্ঠী দায় স্বীকার করেছে। খবর রয়টার্সের।
এর আগে গত সোমবার উপসাগরীয় দেশটিতে ক্ষেপণাস্ত্র ছুড়ে সশস্ত্র হুথি গোষ্ঠী। ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার ঘটনা বেড়ে যাওয়ায় সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধজাহাজ এবং অত্যাধুনিক যুদ্ধবিমান মোতায়েন করবে যুক্তরাষ্ট্র। বুধবার এক মার্কিন বিবৃতিতে বলা হয়েছে, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় দেশটির সুরক্ষায় সহায়তার জন্য সমরাস্ত্র মোতায়েন করা হচ্ছে।
সূত্র: আল-আজিরা, রয়টার্স।